অ্যাস্টন ভিলা ২–১ আর্সেনাল

হারতে কেমন লাগে ভুলেই গিয়েছিল আর্সেনাল। ভুলতে বসা তেতো সেই স্বাদটা অবশেষে আজ আবার পেল গানাররা। অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে ভেঙেছেন আর্সেনালের ১৮ ম্যাচের অপরাজেয় ধারা। তাঁর সেই গোলেই শনিবার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। আর এই জয়ে ঘণ্টাখানেকের জন্য হলেও পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ভিলা।

ভিলা পার্কে প্রথমার্ধে ম্যাটি ক্যাশের গোলে পিছিয়ে পড়ে মিকেল আরতেতার দল। তবে বিরতির পর বদলি হিসেবে নামা লিয়ান্দ্রো ত্রোসার সমতায় ফেরান আর্সেনালকে।
রোমাঞ্চকর লড়াইয়ে দুই দলই বেশ কিছু সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত আর্সেনালের এলোমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে যোগ করা সময়ের প্রায় শেষ স্পর্শে জয়সূচক গোলটি করেন বুয়েন্দিয়া।

বিস্তারিত আসছে…

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল

এছাড়াও পড়ুন:

এনসিপি কারো সঙ্গে আসন সমঝোতা করবে না: নাসীরুদ্দীন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কারো সঙ্গে আসনের জন্য সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দেশে আসন বণ্টনের রাজনীত আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বড় দলগুলোর কাছে ছোট দলগুলোর মাথা নত করা উচিত না। নিজেদের মেরুদণ্ড সমুন্নত করতে হবে। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।”

আরো পড়ুন:

গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে তালা, আহ্বায়কের পদত্যাগ দাবি

জাপার মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান পেলেন এনসিপির পদ

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জুলাই স্পিরিটে আলোকিত’ পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, “এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করবে।”

“বিগত দিনে পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন চাকরি পাওয়ার মূল যোগ্যতা ছিল” বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন।

ব্যবসায়ীদের মিডিয়ার মালিকানার প্রসঙ্গে টেনে তিনি বলেন, “সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের পকেট খরচের টাকা ওঠে না। বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী মাফিয়া হয়ে উঠেছে।”

ভারতকে হুঁশিয়ার করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। অনেক ব‍্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।”

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ