একজন হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন: আসিফ
Published: 6th, December 2025 GMT
বাংলাদেশের সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। যিনি মাঠ থেকে গান, সেখান থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে। সবসময়ই আলোচনায় থাকেন। ব্যস্ততার মধ্যেও এবার তিনি আসছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে।
সঞ্চালক রুম্মান রশীদ খান (আরআরকে) জানান, এই পর্বে কোনো রাখঢাক ছাড়াই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে অনেক অজানা–অপ্রকাশিত গল্প শেয়ার করেছেন আসিফ। এর মধ্যেই ছিল এক চমকপ্রদ অভিজ্ঞতা—একজন নাকি একবার তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন। তিনি পডকাস্টে এ ঘটনার পেছনের বিস্তৃত গল্পও বলেছেন।
আরো পড়ুন:
এবার অপু বিশ্বাসের নায়ক সজল
ফের দেখা যাবে শুভ–মিমের রসায়ন!
আরও জানা যায়, দীর্ঘ সাড়ে চার বছর আসিফের কাছে পাসপোর্ট ছিল না। তার ভাষায়, “তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো।”
ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর তাকে নিয়ে কেন সমালোচনা হয়—সে বিষয়েও সরাসরি কথা বলেছেন তিনি।
আসিফ আকবর বলেন, “আর কাউকে নিয়ে কখনও সমালোচনা হয় না—শুধু আমাকে নিয়েই কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যু ফেসবুকেই হয়। কখনো বলবে খেলা পারি না, কখনো বলবে গান পারি না। ওসব সমালোচনাকারীরা কী পারে—এই টেস্টই বা করবে কে? মানুষ কী বলল সেটা মুখ্য নয়, তুমি দুনিয়ায় কী রেখে গেলে—তাই মৃত্যুর পর আলোচিত হবে।”
তিনি আরও যোগ করেন, “আমি আমার মতো করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।”
মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.
আজ ৬ ডিসেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে নতুন সিজন। প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাতে প্রচার হবে সিজন টু। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
ঢাকা/রাহাত/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সৌদি আরবে শান্তি আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান
সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অক্টোবরে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর কাতার ও তুরস্কের আয়োজনে আফগানিস্তান ও পাকিস্তান শান্তি আলোচনায় বসেছিল। দক্ষিণ এশীয় দুই সামরিক বাহিনীর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়েছে, যদিও উভয় পক্ষ শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
তিনজন আফগান এবং দুইজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবে নতুন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর, তার সেনাবাহিনী, আফগান তালেবানের একজন মুখপাত্র এবং সৌদি আরব সরকারের পক্ষ থেকে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেওয়া হয়নি।
আফগান তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “সৌদি উদ্যোগের পর আলোচনাটি হয়েছে। ইতিবাচক ফলাফল দেখার জন্য আমরা আরো বৈঠকের জন্য উন্মুক্ত।”
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক ব্যক্তি, গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র দপ্তরের লোকজন আলোচনায় ইসলামাবাদের প্রতিনিধিত্ব করেছেন।
ঢাকা/শাহেদ