মুন্সিগঞ্জের দুই নদী থেকে অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের লাশ উদ্ধার
Published: 6th, December 2025 GMT
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ও কাজলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মেঘনা নদীর ডুবারচর ও কাজলী নদীর মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর–সংলগ্ন মেঘনা নদীতে এক নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন কয়েকজন। পরে বেলা দেড়টার দিকে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মরদেহটি ৪-৫ দিন আগের এবং তাঁর বয়স ৩২ বছর।
অন্যদিকে একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকায় কাজলা নদীর তীরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। মরদেহটির দুই পা বাঁধা অবস্থায় ছিল। পরে বিকেল সাড়ে চারটার দিকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স ৩৫ বছর এবং মরদেহটি দু–এক দিন আগের।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘ডুবার চর থেকে আমরা এক নারীর মরদেহ উদ্ধার করেছি। এতে পচন ধরেছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা আপাতত বলা যাচ্ছে না।’
মরদেহ দুটি স্থানীয় কারও নয় বলে ধারণা গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলমের। তিনি বলেন, স্থানীয় কেউ মরদেহ দুটির দাবি করেনি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র মরদ হ
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: সাদিক কায়
ঠাকুরগাঁও–২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হাকিমকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “আমরা বিশ্বাস করি, তরুণরা সিদ্ধান্ত নিলে অসম্ভবও সম্ভব।’’
তিনি বলেন, ‘‘দেশের তরুণরা ইতোমধ্যে ইনসাফের পক্ষ নিয়েছে। জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সফলতার সঙ্গে বিজয় অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব–ছাত্র–নাগরিক সম্মেলনে সাদিক কায়েম এসব কথা বলেন। উপজেলা জামায়াত সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সর্বত্র তরুণরা ইনসাফের প্রতিনিধিদের বেছে নিয়েছে। বাংলাদেশে আজ একটি বিশাল পরিবর্তনের ঢেউ উঠেছে। কৃষক, শ্রমিক, রিকশাচালক—সব শ্রেণির মানুষই দাঁড়িপাল্লার প্রতিনিধিদের নির্বাচিত করতে উদগ্রীব।’’
সাদিক কায়েম আরো বলেন, “নতুন বাংলাদেশের রাজনীতিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ বা সন্ত্রাসীর জায়গা থাকবে না। ইনসাফের প্রতীকের প্রতিনিধিরা একটি সুখী–সমৃদ্ধ দেশ গড়তে কাজ করবে।”
ঢাকা/হিমেল/রাজীব