মানিকগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
Published: 6th, December 2025 GMT
মানিকগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা চাচাত ভাই। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড এলাকা দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে তারা ডুবে যায়।
নিহতরা হলো, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)।
আরো পড়ুন:
‘আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি’
প্রতিবেশীর ঘরের খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে যানা যায়, সকালে বাড়ির পাশের মাঠে দুই শিশু খেলছিল। সবার অজান্তে মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। মাঠে না দেখতে পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা/চন্দন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুক্তির পরই ঝড় তুলল ‘ধুরন্ধর’, প্রথম দিনে কত আয় করল
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পরই বক্স অফিসে দারুণ শুরু করেছে স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমাটি। মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে ‘ধুরন্ধর’।
কত আয় করল
রণবীর সিং অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনই ভারতজুড়ে ২৮ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছে। রণবীরের ২০২৫ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এটি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নির্মাতা আদিত্য ধর এবার রণবীরকে নিয়ে তৈরি করেছেন থ্রিলার সিনেমা।
ছবিতে রণবীরকে দেখা গেছে, এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যিনি পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান। সত্য-মিথের সীমানা মিলিয়ে ছবিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও—অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়।
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং। এক্স থেকে