ফাঁস হওয়া সেই চুমুর দৃশ্য নিয়ে বললেন ঐশী
Published: 8th, December 2025 GMT
আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি ভিডিও সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’ সিনেমায় দৃশ্যটি থাকছে। নায়ক-নায়িকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর এক রকম হইচই পড়ে। গুঞ্জন রটে ছবির নায়ক-নায়িকা শুভ ও ঐশী প্রেম করছেন। ওই চুম্বনের দৃশ্য আর প্রেমের গুঞ্জন নিয়ে নানা আলোচনা হলেও শুভ বা ঐশী চুপ ছিলেন। অবশেষে দুই প্রসঙ্গেই কথা বললেন ঐশী।
দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘“নূর”সিনেমায় আমি অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। ওটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এটা শুধু অভিনয়ই ছিল, অন্য কিছু নয়। বাস্তবে আরিফিন শুভর সঙ্গে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই।’
জান্নাতুল ঐশী ও আরিফিন শুভ। ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘পপির জন্য অনেক তো অপেক্ষা করলাম, আর কত’
তরুণ পরিচালক আরিফুর জামান আরিফ ২০১৮ সালে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামে সিনেমা নির্মাণে হাত দেন। সিনেমাটিতে জুটি হওয়ার কথা ছিল ফেরদৌস ও পপির। মাত্র দুদিনের শুটিংয়ের পরই থেমে যায় পুরো প্রজেক্ট—ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন, আর পপি চলে যান আড়ালে। এরপর কেটে গেছে দীর্ঘ সাত বছর।
মাস দুয়েক আগে পরিচালক জানান, ফেরদৌসকে সিনেমার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার একইভাবে বাদ গেলেন নায়িকা পপিও। তাদের জায়গায় কারা আসছেন—এ বিষয়ে এখনো মুখ খুলছেন না এই নির্মাতা।
আরো পড়ুন:
তবুও স্বীকৃতি নেই তার!
‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফকে নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
আরিফুর জামান আরিফ বলেন, “কোনো কুল-কিনারা না পেয়েই তাদেরকে সিনেমা থেকে বাদ দিতে হচ্ছে। অনেক তো অপেক্ষা করলাম আর কত!”
নতুন শিল্পী কারা—প্রশ্ন উঠতেই পরিচালক বলেন, “এই মুহূর্তে বলতে চাচ্ছি না। পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির জানাতে পারব।”
নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ১৬ জানুয়ারি থেকে শুরু হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর শুটিং। দিনটি নির্বাচন করা হয়েছে বিশেষ কারণে, এদিন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম মৃত্যুবার্ষিকী।
আরিফ বলেন, “এই দিনটিতেই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে।”
প্রসঙ্গত, শরৎচন্দ্রের জীবনদর্শন অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তার চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। বাকি চরিত্র ও পূর্ণাঙ্গ তালিকা শিগগির প্রকাশ হবে বলে জানা গেছে।
ঢাকা/রাহাত/শান্ত