বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন।

শেরিং তোবগেকে বহনকারী ফ্লাইটটি আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। বিদায়বেলায় রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

ভুটানের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। শেরিং তোবগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে ভারতীয় জিরা, ওষুধ ও কসমেটিকস জব্দ

হবিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা। 

রবিবার (২৩ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

আরো পড়ুন:

টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার 

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তাতে তল্লাশি করে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। যার মূল্য ৩৫ লাখ ৫৫ হাজার টাকা।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি-চুনারুঘাট রোডের একটি স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও ভারতীয় ওষুধ জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় অনন্য ভূমিকা পালন করে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ