৩৫ বছর ধরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নাগাটি সংগ্রহ করে চলেছেন প্রবাল দে
Published: 11th, January 2025 GMT
তখন সপ্তম কি অষ্টম শ্রেণিতে পড়েন প্রবাল দে। পত্রপত্রিকায় যুক্তরাষ্ট্রের হিপিদের খবরাখবর পড়ে তাদের পোশাক-পরিচ্ছদের প্রতি আগ্রহ জন্মাল। ১৯৬৯-৭০ সালের সেই সময়ে মাত্রই তাঁর সংগ্রাহকজীবন শুরু হয়েছে। তাই হিপিদের জিনস প্যান্ট, টি-শার্ট, লকেট দেওয়া গলার চেইন ইত্যাদি তাঁর কিশোর মনে দাগ কেটে যায়। কিন্তু চট্টগ্রামে বসে দূরদেশের হিপিদের পোশাক-পরিচ্ছদ আর অলংকার হাতে পাওয়া তো সহজ নয়। তবে তিনি হাল ছাড়লেন না। অনেক কষ্ট করে একদিন সংগ্রহও করে বসলেন হিপি পুরুষের প্যান্টের সঙ্গে লাগানো দুটি চেইন। যে চেইনের সঙ্গে হিপিরা চাবি লাগিয়ে রাখে। প্রবাল দের আনন্দ আর ধরে না। কিন্তু চেইন তো পাওয়া গেল কিন্তু অন্যান্য বস্তু পাবেন কী করে?
সদ্য কৈশোরে পা দেওয়া প্রবাল তখন বিদেশ থেকে আসা পুরোনো কাপড়ের দোকানে হানা দিলেন। ধীরে ধীরে সেসব দোকান থেকে সংগ্রহ করলেন পোশাকের সঙ্গে থাকা বিভিন্ন গয়না, কোটপিন, লকেট ইত্যাদি। হিপিদের পোশাক-পরিচ্ছদ, গয়নাগাটির পাশাপাশি তাঁর সংগ্রহে ধীরে ধীরে যুক্ত হতে থাকল ধাতব মুদ্রা, অ্যান্টিকসহ বিচিত্র সব বস্তু। এভাবেই নব্বইয়ের দশকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নার প্রতি আগ্রহী হয়ে উঠলেন প্রবাল দে।
৩৫ বছরের সংগ্রহ
পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা। তাঁদের ভাষা, ধর্ম, সামাজিক রীতিনীতিসহ পোশাক-পরিচ্ছদ ও অলংকারেও রয়েছে নিজস্বতা। ৩৫ বছর ধরে এসব সংগ্রহ করে চলেছেন প্রবাল। তাঁর সংগ্রহের বড় একটি অংশ আবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নাগাটি। বর্তমানে তাঁর সংগ্রহে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের যেসব গয়না রয়েছে, তার বেশির ভাগই রুপার তৈরি। অন্যান্য ধাতুর মধ্যে আছে টিন ও তামা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নায় একসময় রৌপ্যমুদ্রা খুব ব্যবহৃত হতো, বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা পঞ্চম ও ষষ্ঠ জর্জের আমলে প্রচলিত বিভিন্ন মুদ্রা। রৌপ্যমুদ্রার মূল্যমানের তারতম্যের ভিত্তিতে গয়নাগুলোর বাজারমূল্যেও দেখা যেত ভিন্নতা। এক রুপির মুদ্রায় গড়া গয়নার দাম ছিল বেশি। প্রবাল দের সংগ্রহে মুদ্রা দিয়ে বানানো এ রকম বেশ কয়েকটি গয়না রয়েছে।
বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা গলায়, কানে, নাকে, হাতে, পায়ে ভিন্ন ভিন্ন গয়না পরে থাকেন। অঞ্চলভেদে একই গয়না ভিন্ন ভিন্ন নামে পরিচয় পেয়েছে, যেমন নারীদের গলায় পরা নেকলেস কোথাও হাঁসুলি, কোথাও আবার চাম্বেল নামে পরিচিত। কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীতে নারীদের পাশাপাশি পুরুষদের মধ্যেও গয়না পরার চল আছে। প্রবাল দের সংগ্রহে পুরুষদের ব্যবহৃত তেমন কিছু গয়নাও আছে, মুরং পুরুষেরা এগুলো পরে থাকেন।
এসব গয়না সংগ্রহ করার জন্য বাংলাদেশের নানা প্রান্ত চষে বেড়িয়েছেন প্রবাল। তবে জন্মস্থান চট্টগ্রাম হওয়ায় একটা সুবিধা হয়েছে, হাতের কাছেই পেয়েছেন অনেক জাতিগোষ্ঠীর সান্নিধ্য। কিন্তু কেউ তো আর এমনি এমনি গলার গয়না খুলে তার হাতে গুঁজে দেবে না, তার জন্য দিতে হবে টাকা। অনেক সময় টাকার পরিমাণ হতো তার সাধ্যের বাইরে। অর্থাভাবে কিনতে না–পারা তেমন কিছু গয়নার কথা ভেবে এখনো দীর্ঘশ্বাস ফেলেন তিনি।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়না ছাড়াও এ অঞ্চলের প্রাচীন ও মধ্যযুগের ধাতব মুদ্রা সংগ্রহের নেশাও প্রবাল দের তীব্র। মুদ্রার পাশাপাশি বিভিন্ন পুরোনো বস্তু দিয়ে তাঁর চট্টগ্রামের বাসাটিকে বিশাল এক সংগ্রহশালায় পরিণত করেছেন প্রবাল, যেসব বস্তুর ঐতিহাসিক মূল্য অপরিসীম।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫