ছবি : ফেসবুক থেকে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গিয়ে তরুণী আহত

রিকশায় থাকা এক তরুণীর ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান মেরে তাকে রিকশা থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অর্পিতা মুখার্জী (২৪) ইডেন কলেজের শিক্ষার্থী। 

গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। 
অর্পিতার সহপাঠী প্রবিতা জানান, আজ সকাল ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামন দিয়ে রিকশায় যাওয়ার পথে ছিনতাইকারীরা সিএনজি থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে যায়। এতে তার ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত লাগে। 

পরে সহপাঠীদের ফোন দিলে তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া নেয়। তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। 

তিনি আরো জানান, অর্পিতার বাড়ি রংপুর সদর মহিগঞ্জ এলাকায়। তার বাবা অরূপ মুখার্জি। বর্তমানে অর্পিতা পরিবারের সাথে আজিমপুর কলোনীতে থাকে। অর্পিতা ইডেন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মতিঝিল এলাকায় ছিনতাইকারীরা চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে নিচে পড়ে গুরুতর আহত হন ওই তরুণী। জরুরি বিভাগে তার চিকিৎসা দেওযা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/এস

সম্পর্কিত নিবন্ধ