বন্দরে অধরা জলদস্যু ডালিম ও অনিকগং
Published: 12th, January 2025 GMT
বন্দরে এমভি বি জামান নামক এক জাহাজ থেকে ৩ লাখ ৬৫ হাজার লিটার ফার্নেস অয়েল লুটের অভিযোগ পাওয়া গেছে জলদস্যু ডালিম ও অনিকগং এর বিরুদ্ধে। গত শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় নারায়ণগঞ্জ থেকে গাজীপুর যাওয়ার সময় বন্দর ও মুন্সিগঞ্জ মধ্যবর্তী ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনার চর মুক্তারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জলদস্যুদের কবলে পরা জাহাজের কর্মীরা জানায়, ওই জায়গায় ওঁৎ পেতে থাকা সশস্ত্র জলদস্যুরা ট্রালার থেকে জাহাজে উঠে পড়ে। মাস্টারসহ জাহাজে থাকা ছয় জনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোনসহ সব কিছু ছিনিয়ে নিয়ে কালো কাপড় দিয়ে মুখে ঢেকে দেয়।
পরে তাদের ইঞ্জিন কক্ষে আটকে রেখে জাহাজের নিয়ন্ত্রণ নেয়। পরে জাহাজে থেকে থাকা ৩ লাখ ৬৫ হাজার লিটার ফার্নেস অয়েল লুট করে সন্ধ্যা ৭টার দিকে মেঘনা সেতুর কাছে জাহাজটি ফেলে রেখে তারা পালিয়ে যায়।
জাহাজটির মালিক কিং ফিশার শিপিং জানিয়েছে, লুট হওয়া ফার্নেস ওয়েলের দাম ৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। ওই ফার্নেস অয়েল সামিট গ্রুপের।
এ ব্যাপারে কোম্পানির ম্যানেজার ফজল আহম্মেদ বলেন, সকালে জাহাজের কারো সঙ্গে যোগাযোগ করতে না পেরে তারা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান। পরে মোবাইল ট্র্যাক করে মেঘনা সেতুর কাছে জাহাজের অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ সন্ধ্যায় সেখানে গেলে জাহাজ রেখে দ্রুত ট্রলারে করে পালিয়ে যায় জলদস্যুরা। এরপর জাহাজ কোম্পানির কর্মকর্তাসহ নৌপুলিশ এবং বিআইডব্লিউটি এর লোকজন জাহাজে গিয়ে বন্দী কর্মীদের উদ্ধার করে।
জাহাজের মাস্টার সাইজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে সামিট পাওয়ারের ডিপো থেকে ফার্নেস অয়েল গাজীপুরে সামিট পাওয়ারের কেন্দ্রে নেওয়ার জন্য শুক্রবার সকাল ৬টার দিকে রওনা হন তিনি।
ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, “প্রথমে মুখোশ পড়া ছয় জন ডাকাত জাহাজে ওঠে। তাদের কাছে বড়বড় রাম দাসহ নানারকম অস্ত্র ছিল। তাদের মুখে ডালিম নামটি শোনা যায়।”
এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার চর ধলেরশ্বরী এলাকার চিহ্নিত জলদস্যু ও একাধিক নৌ ডাকাতি মামলার আসামী ডালিম ও ঘারমোড়া সরদারবাড়ী এলাকার মহিদ মিয়ার সন্ত্রাসী ২ ছেলে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী জলদস্যু অনিক, সিফাত ও শিপন বাহিনী দীর্ঘ দিন ধরে ধলেরশ্বরী ও শীতলক্ষ্যা মহনায় চাঁদাবাজি ও ছিনতাইসহ নৌ ডাকাতি করে আসছে। তাদের উৎপাতে নৌযান শ্রমিকেরা চরমভাবে অতিষ্ট হয়ে উঠেছে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। কোস্ট গার্ড জাহাজটি পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ফার্নেস অয়েল লুট করে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।
গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।