লিকুর স্ত্রীর নামে ২৩ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ
Published: 13th, January 2025 GMT
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর সম্পদের চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ বেশি। অভিযোগ উঠেছে, সে সময় গুরুত্বপূর্ণ এই দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার করে অর্জিত সম্পদের সিংহভাগই স্ত্রীর নামে রেখেছেন। দুর্নীতির দায় এড়াতে তিনি নিজের নামে বেশি সম্পদ করেননি। সোমবার দুর্নীতি দমন কমিশন দু’জনের বিরুদ্ধে মামলা করেছে।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো.
এজাহারে বলা হয়, লিকুর নামে ৩৫ লাখ ৬০ হাজার টাকার স্থাবর, ৯২ লাখ ৮৪ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এই হিসাব থেকে গ্রহণযোগ্য সম্পদ বাদ দিয়ে তাঁর নামে ৫৫ লাখ ৩২ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়। রহিমা আক্তারের নামে ২০ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকার স্থাবর এবং ২ কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। এর মধ্য থেকে তাঁর বৈধ আয়ের সম্পদ বাদ দিয়ে ২৩ কোটি ২৫ লাখ ৯৯ হাজার টাকার সম্পদের প্রমাণ মেলে।
অপরাধলব্ধ অর্থ নিজেদের ভোগ-দখলে রেখে লিকু ও তাঁর স্ত্রী দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে
ছবি: আয়োজকদের সৌজন্যে