অসহায় রিকশাচালক পরিবারের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ
Published: 12th, December 2025 GMT
একসময় প্যাডেল চালিত রিকশা ভালো চললেও বর্তমানে তেমন আর চলে না। যারা প্যাডেল চালিত রিকশা চালান তাদের কোনোরকম দিন যায়।
এমতাবস্থায় প্যাডেল চালিত রিকশাচালকদের সংসারের খরচ ছাড়া বাড়তি খরচ করাটা সাধ্যের বাইরে।নারায়ণগঞ্জে এমনই একজন রিকশাচালক পরিবারকে শীতবস্ত্র প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের মিশনপাড়া এলাকায় তারা এ শীতবস্ত্র প্রদান করেন। এসময় রিকশাচালক, তার স্ত্রী ও তার মেয়েকে চাঁদর, কম্বল, জ্যাকেট উপহার দেন তারা।
উপহার পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করে রিকশাচালক মো.
বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলীনূর শরীফ শামীম বলেন, শুভ কাজে আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে আগামীতেও আমরা এমন কাজ অব্যাহত রাখবো।
বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও এক অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি। আমরা তা করতে পেরে আনন্দিত এবং গর্বিত।
বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির বলেন, একটি পরিবারের সবাইকে শীতবস্ত্র প্রদান করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। আমি সবাইকে আহ্বান করবো, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর।
এসময় আরও উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি কামাল হোসেন কালিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, সাংবাদিক মেহেদী হাসান সজীব, মামুন আব্দুল্লাহ, ফুয়াদ হাসান প্রমুখ।#
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ তবস ত র পর ব র র কম ট র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।