শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
Published: 13th, December 2025 GMT
শরীয়তপুরের রুদ্রকরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুন নাহার (৮৫) নামের এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন।
স্বজন ও এলাকাবাসী সূত্র জানায়, ৩০ বছর আগে স্বামী মোসলেম সরদার মারা যাওয়ার পর কামরুন নাহার ঘরটিতে একাই বসবাস করতেন। শনিবার ভোররাতে ঘরটিতে আগুন লাগলে তিনি ঘরের মধ্যেই পুড়ে মারা যান। ধারণা করা হচ্ছে শীত নিবারণ করতে মাটির মালসায় জ্বালানো আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
নিহতের প্রতিবেশী আব্দুস সালাম বলেন, “ভোরের দিকে ছেলের চিৎকারে ঘুম ভাঙে। উঠে দেখি কাকির ঘরে আগুন লেগেছে। পরে বালতি আর মোটরের সাহায্যে আগুন নেভাই। ততোক্ষণে কাকি পুড়ে মারা যান। ঘরটিতে বিদ্যুতের লাইন ছিল না। কাকি ঘরে ল্যাম্প আর মালসা জ্বালাতেন। ধারণা করছি মালসার আগুন থেকেই ঘরে আগুন লেগে যায়।”
স্থানীয় ইউপি সদস্য সাঈদ শেখ বলেন, “তার কোনো ছেলে সন্তান নেই। আগের ঘরের সাতটি মেয়ে ছিল। তাদের সবার বিয়ে হয়ে গেছে। উনি ঘরে একাই বসবাস করতেন। উনার স্বামীর কিছু সম্পত্তি ছিল, এছাড়া প্রতিবেশীরা উনাকে খাবার দিতেন। কাল রাতে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না।”
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
ঢাকা/আকাশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র র দ রকর আগ ন ল গ
এছাড়াও পড়ুন:
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গিয়ে তরুণী আহত
রিকশায় থাকা এক তরুণীর ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান মেরে তাকে রিকশা থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অর্পিতা মুখার্জী (২৪) ইডেন কলেজের শিক্ষার্থী।
গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন।
অর্পিতার সহপাঠী প্রবিতা জানান, আজ সকাল ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামন দিয়ে রিকশায় যাওয়ার পথে ছিনতাইকারীরা সিএনজি থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে যায়। এতে তার ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত লাগে।
পরে সহপাঠীদের ফোন দিলে তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া নেয়। তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।
তিনি আরো জানান, অর্পিতার বাড়ি রংপুর সদর মহিগঞ্জ এলাকায়। তার বাবা অরূপ মুখার্জি। বর্তমানে অর্পিতা পরিবারের সাথে আজিমপুর কলোনীতে থাকে। অর্পিতা ইডেন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মতিঝিল এলাকায় ছিনতাইকারীরা চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে নিচে পড়ে গুরুতর আহত হন ওই তরুণী। জরুরি বিভাগে তার চিকিৎসা দেওযা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/এস