‎বন্দর উপজেলা বিএনপির আওতাধীন মদনপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ‎‎শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন এই কমিটির অনুমোদন দেন।

‎‎মো. মামুনকে সভাপতি, মো. শারজাহানকে সিনিয়র সহ-সভাপতি ও শাহীন শাহ মিঠুকে সাধারণ সম্পাদক এবং নাজমুল হকে সাংগঠনিক সম্পাদক মদনপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করা হয়।

‎বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার লক্ষ্যে মদনপুর ইউনিয়ন বিএনপি কমিটি প্রকাশ করা হয়েছে। এই কমিটির নেতৃবৃন্দ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র প রক শ

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানকে বিজয়ী করতে বন্দরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা 

নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগস্থ বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

‎নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভায় বন্দর উপজেলা বিএনপির আওতাধীন পাঁচটি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ ( সদর - বন্দর ) আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দীক নির্দেশনা দেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।

‎বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটনের সঞ্চালনায় সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক শাহিন শাহ্ মিঠু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার,বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিবসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মাসুদুজ্জামানকে বিজয়ী করতে বন্দরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা 
  • মালবাহী লরি বিকলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট