যশোর কেন্দ্রীয় কারাগারে মো. মিজানুর রহমান (কয়েদি নং–৮৭০৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিজানুর রহমান শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া এলাকায় মো. আক্কাচ আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

কারাগার সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে নির্জন স্থানে সকলের অগোচরে তিনি রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর কর্তব্যরত কারা কর্মকর্তারা তাকে উদ্ধার করে কারাগারের হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিস্তারিত তদন্তে কারা কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা/রিটন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিজেদের ভাষা বাঁচানোর লড়াই করা ম্রো শিশুরা ঢাকায় আসছে

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে গাছ-বাঁশ-ছনের ছাউনি দেওয়া ছোট্ট একটি স্কুল। নাম তার ‘পাওমুম থারক্লা’। ম্রো ভাষায় যার অর্থ ‘ফুলের কলি ফোটাতে হবে’। এই স্কুলের শিশুরা কেউ কোনো দিন লামার বাইরেও যায়নি। অভিভাবকদের অবস্থাও প্রায় একই। পাহাড়ের আড়ালে থাকা এই শিশুরা এবার ঢাকায় আসছে নিজেদের গল্প বলতে—প্রথমবারের মতো।

২ হাজার ৫০০ বর্গফুটের পাওমুম থারক্লা স্কুলে শিশুরা পড়ছে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। ১৭ থেকে ২৪ ডিসেম্বর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘ফ্রম হিলস টু হোপ’ উৎসব। সেখানে অংশ নেবে এই স্কুলের ২৬ শিশুসহ ম্রো জনগোষ্ঠীর ৪০ জন। তাঁরা জানাবেন, পাহাড়ের জীবন, সংস্কৃতি, স্বপ্ন আর সংগ্রামের কথা। এই শিশুদের চোখে ঢাকা শহর দেখবে এক অন্য রকম পৃথিবী। উৎসবে পাহাড়ের শিশুদের স্বপ্নগুলো যেন ডানা মেলতে পারে, সে আহ্বানও থাকবে।

পাহাড়ের ওপর অবস্থিত পাওমুম থারক্লা স্কুলের শিশুরা কেউ কোনো দিন লামার বাইরেও যায়নি

সম্পর্কিত নিবন্ধ