ক্লাব–বিসিবি দ্বন্দ্বে সমাধান কি বিকল্প টুর্নামেন্ট
Published: 13th, December 2025 GMT
‘খেলা এবার মাঠে গড়াতেই হবে’—দৃঢ় কণ্ঠে কাল কথাটা বললেন বিসিবির পরিচালক ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান। বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে লিগ না খেলার ঘোষণা দেওয়া ঢাকার বিদ্রোহী ৪৫টি ক্লাবের সঙ্গে কয়েক দফায় সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিসিবি, তবে এবার আর ব্যর্থতা চান না ফায়াজুর।
তৃতীয় বিভাগ দিয়েই প্রতিবছর ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হয়। কিন্তু বিদ্রোহী ৪৫টি ক্লাবের মধ্যে তৃতীয় বিভাগের ক্লাবই ১৪টি, প্রথম বিভাগের ক্লাব ৮টি। প্রথম বিভাগের বেশির ভাগ ক্লাব (২০টির মধ্যে ১২টি) লিগ আয়োজনের পক্ষে থাকায় এবার আগে প্রথম বিভাগ ক্রিকেট আয়োজনের চেষ্টা করছে বিসিবি। কিন্তু সেটাও পারছে কই!
বিদ্রোহী ক্লাবগুলো লিগ বয়কটের সিদ্ধান্তে অনঢ় থাকায় দুবার তারিখ ঘোষণা করেও খেলা শুরু করা যায়নি। তৃতীয়বারের মতো লিগ শুরুর তারিখ ঠিক হয়েছে আগামীকাল।
তবে ৪৫ ক্লাবের অবস্থান এখনো আগের জায়গাতেই। প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে দলবদলে অংশ না নেওয়া ৮ ক্লাবের লিগে খেলার সম্ভাবনা নেই। প্রথম বিভাগের বিদ্রোহী ৮ ক্লাবের নেতৃত্বে থাকা সংগঠক ও আম্বার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জিয়াউর রহমান কাল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিসিবির প্রধান নির্বাহীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়ে দিয়েছি যে এই অবৈধ বোর্ডের অধীন খেলব না। এখনো সেই সিদ্ধান্তে অনড় আছি। আমাদের (৮ ক্লাব) লিগে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।’
পরশু আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হলেও লিগ যে শেষ পর্যন্ত আয়োজন সম্ভব না–ও হতে পারে, এই বাস্তবতা বুঝতে পারছে বিসিবিও। বিদ্রোহী ক্লাবগুলোর মতের বিরুদ্ধে গিয়ে লিগ আয়োজন করতে গেলে আসতে পারে আইনি বাধা। সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত লিগ আয়োজন করতে না পারলে বা খেলা শুরু করেও লিগ বন্ধ করে দিতে হলে বিসিবি এগুবে ‘প্ল্যান-বি’ নিয়ে।
বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলোর সংবাদ সম্মেলন।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম ব ভ গ র
এছাড়াও পড়ুন:
ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন?
লিওনেল মেসি আসবেন। লিওনেল মেসি আসছেন। লিওনেল মেসি চলেই এলেন। ভারতের কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। দিবাগত রাত ২টা ১০ মিনিটে লিওনেল মেসি কলকাতায় পৌঁছান। তার সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গোটা শহর মেসি জ্বরে কাঁপছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।
ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক,
মেসির ভারত সফরের সময় সূচি (বাংলাদেশ সময়)
১৩ ডিসেম্বর, কলকাতা
দিবাগত রাত ২টা: কলকাতায় অবতরণ।
সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ।
সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন।
সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন।
দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান।
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।
১৩ ডিসেম্বর, হায়দরাবাদ
সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।
১৪ ডিসেম্বর, মুম্বাই
বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।
১৫ ডিসেম্বর, নয়াদিল্লি
নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।
দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
সন্ধ্যা ৭টা: ভারতের উদ্দেশ্যে বিদায়।
ঢাকা/ইয়াসিন