ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে বাজে অভ্যাসে জড়ান, বললেন জাদেজার স্ত্রী
Published: 12th, December 2025 GMT
রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে গিয়ে ভারতের খেলোয়াড়দের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তাঁর স্ত্রী রিভাবা জাদেজা। তিনি বলেন, ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে গেলে বাজে অভ্যাসে জড়ান। কিন্তু রবীন্দ্র জাদেজা এক যুগ ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করলেও কখনো ভুল কর্মকাণ্ডে জড়াননি।
রিভাবা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না নিলেও তাঁর এই মন্তব্য ভারতীয় দলের ড্রেসিংরুমের আচরণ ও সামগ্রিক সংস্কৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রবীন্দ্র জাদেজার স্ত্রী ছাড়াও রিভাবার বড় পরিচয় তিনি গুজরাটের বিধানসভার সদস্য ও রাজ্য সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি জনসভায় দেওয়া বক্তব্যে রিভাবা বলছেন, ‘আমার স্বামী, ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে, লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো অনেক দেশে ক্রিকেট খেলতে যেতে হয়। তবু আজ পর্যন্ত তিনি কোনো ধরনের আসক্তি বা কোনো বাজে অভ্যাসে জড়াননি; কারণ, তিনি তাঁর দায়িত্ব বোঝেন। দলের বাকিরা সবাই বাজে কর্মকাণ্ডে লিপ্ত হন, কিন্তু তাঁদের ওপর কোনো বিধিনিষেধ নেই।’
২০১২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া জাদেজা এখন জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী ১২ বছর বাড়ির বাইরে। তিনি যা খুশি করতে পারেন, কিন্তু তাঁকে কী মানতে হবে, সেই নৈতিক কর্তব্যটা তিনি জানেন।’
রিভাবা গুজরাট সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রব ন দ র জ দ জ
এছাড়াও পড়ুন:
ইরানে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার
ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন। নার্গিসের ভাই মেহদির বরাতে ‘নার্গিস ফাউন্ডেশন’ এ খবর জানিয়েছে।
প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন জানায়, ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছেন। আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খোসরো ইরানের একজন সুপরিচিত আইনজীবী। সম্প্রতি নিজের কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নার্গিসের স্বামী প্যারিসপ্রবাসী তাঘি রাহমানিও তাঁর স্ত্রীর গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে ইরানের শীর্ষ পর্যায়ের আরেকজন মানবাধিকারকর্মী সেপিদেহ বাহলিয়ানকেও গ্রেপ্তার করা হয়।
নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের এভিন কারাগারে কাটিয়েছেন।
জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে নার্গিসের মোট ৩১ বছর সাজা হয়েছে। মানবাধিকারের বিষয়ে কারাগারে থেকেও উচ্চকণ্ঠ ছিলেন নার্গিস। ২০২৪ সালের নভেম্বরে নার্গিসের অস্ত্রোপচার হয়। তাঁর ডান পায়ের নিচের অংশের একটি হাড় থেকে টিউমারসদৃশ ক্ষত অপসারণের জন্য ওই অস্ত্রোপচার করা হয়েছিল। চিকিৎসকেরা এটিকে ক্যানসার বলে আশঙ্কা করেছিলেন। অস্ত্রোপচারের পরের মাসে তাঁর সাজা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছিল কর্তৃপক্ষ। এরপর ধারণা করা হচ্ছিল, নার্গিসকে দ্রুত কারাগারে ফিরতে হবে। তবে তাঁকে আর কারাগারে যেতে হয়নি।