অন্তরা ফিরেছেন, সঙ্গে নতুন স্পর্শ—‘ব্যাচেলর পয়েন্ট’–এ ডাবল চমক
Published: 13th, December 2025 GMT
দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আলোচনায়। একদিকে ফিরেছেন দর্শকপ্রিয় অন্তরা, অন্যদিকে যুক্ত হয়েছেন নতুন চরিত্র স্পর্শ। ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত ফারিয়া শাহরিনের প্রত্যাবর্তন এবং নতুন চরিত্রে অর্চিতা স্পর্শিয়ার যুক্ত হওয়ায় ধারাবাহিকটির পঞ্চম সিজনে নতুন করে জমে উঠেছে দর্শকের আগ্রহ ও আলোচনা।
এই ধারাবাহিক নানা সময়েই নানা চরিত্রের কারণে আলোচনায় এসেছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে অন্তরা চরিত্রটি। কয়েক বছর ধরে ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সিজনগুলোতে ফারিয়া শাহরিনকে না পেয়ে দর্শকেরা অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান হয়েছে পঞ্চম সিজনে তাঁর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।
নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছিলেন, ‘তোমরা কি আমাকে মিস করেছিলে? অন্তরা কিন্তু চলে এসেছে।’ পোস্টটিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘অন্তরা ছাড়া ব্যাচেলর পয়েন্ট অসম্পূর্ণ।’
দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ে যুক্ত ফারিয়া শাহরিন নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র—সব মাধ্যমে কাজ করেছেন। তবে তাঁর স্বীকারোক্তি, ‘যত কাজই করি না কেন, ব্যাচেলর পয়েন্ট আমাকে যে পরিচিতি দিয়েছে, তা আলাদা। বাসার বাইরে গেলে অনেকেই আমাকে অন্তরা বলেই ডাকেন—এই ভালোবাসাটা আমি উপভোগ করি।’
ফারিয়া শাহরিন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
মাত্র দুইটি উপাদান দিয়ে ফেয়ার পলিশ করতে পারেন
ফেয়ার পলিশ রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে করা হয়। ফেয়ার পলিশ এক ধরণের এক্সফোলিয়েশন। যা ত্বকের গভীর স্তরে কোষের কার্যকলাপ বাড়িয়ে রক্তসঞ্চালন উন্নত করে। এর ফলে ত্বক আরও সতেজ হয়। ফেয়ার পলিশ করলে অক্সিজেন ও ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ত্বকের উপরিভাগে পৌঁছাতে পারে।
ফেয়ার পলিশের উপকারিতা
• ত্বকের টেক্সচার পরিশীলিত করে
• ত্বক উজ্জ্বল করে
• ডিটক্সিফাই করে
• কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনে সহায়তা করে
• স্কিন টোন সমান করে
• পরবর্তী প্রোডাক্ট শোষণের জন্য ত্বক প্রস্তুত করে
• ত্বকে আলোকিত গ্লো আনে
আরো পড়ুন:
শীতে ত্বকের আদ্রতা ধরে রাখতে যেসব খাবার খেতে পারেন
শীতে চুল ‘ডিপ কন্ডিশনিং’ করার উপায়
ফেস পলিশ করতে যা যা লাগবে
সমপরিমাণ বেকিং সোডার সাথে আপনার নিয়মিত ফেসওয়াশ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি দিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
এবার ঘন পেস্ট নিয়ে মুখ, ঘাড় ও ডেকলেটেতে সমানভাবে লাগান। ২ মিনিট ম্যাসাজ করে উষ্ণ পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। আবার কাপড়টি উষ্ণ পানিতে ভিজিয়ে ১ মিনিটের জন্য মুখে রেখে হালকা ওয়ার্মিং ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন
উল্লেখ্য, সপ্তাহে একবার ফেয়ার পলিশ করতে পারেন।
ঢাকা/লিপি