ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পল্টনের বিজয়নগর এলাকায় হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, হামলার সময় হাদি একটি রিকশায় (যা সিসিটিভি ফুটেজে ব্যাটারিচালিত অটোরিকশা হিসেবে দেখা গেছে) চড়ে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। সে সময় হেলমেট পরিহিত দুজন আরোহী একটি মোটরসাইকেলে করে তাকে অনুসরণ করে। মোটরসাইকেলের আরোহীরা রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় পেছনে বসা ব্যক্তিটি হাদিকে লক্ষ্য করে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

আরো পড়ুন:

হাদিকে গুলি: ‘রিকশা ভেসে আসছিল বাঁচাও বাঁচাও চিৎকার’

গুলিবিদ্ধ হাদির মঞ্চ: ‘প্রতিদ্বন্দ্বী থেকে আ.

লীগ- সন্দেহে সবাই’

এই গুলির ঘটনাটি পল্টন ডিআর টাওয়ার এবং বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে ঘটেছিল। ডিআর টাওয়ারের একজন নিরাপত্তাকর্মী গুলির শব্দ শুনে রাস্তায় এসে রক্ত দেখতে পান, যখন হাদিকে রিকশায় তুলে ঢাকা মেডিকেলের দিকে রওনা হন। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর জানিয়েছেন, গুলিটি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। তিনি ব্যাখ্যা করেন যে গুলির আঘাতে সাধারণত যে দিক দিয়ে বুলেট প্রবেশ করে, সেখানে ছোট এবং যে দিক দিয়ে বের হয় সেখানে বড় ক্ষতচিহ্ন থাকে। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। আঘাতের ফলে ওনার ব্রেনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক। ব্রেন ইনজুরির কারণে ব্রেন ফুলে ফেঁপে যায় এবং প্রেশার বেড়ে যেতে পারে, যা অত্যন্ত ক্ষতিকারক। এই প্রেশার যেন না বাড়ে, সেজন্য নিউরো সার্জনরা (ডা. জাহিদ রায়হান ও তার টিম) অস্ত্রোপচারের সময় ব্রেনের খুলি খুলে দিয়েছেন।

নাক ও গলা দিয়ে যে রক্তক্ষরণ হচ্ছিল, তা নাক-গলার চিকিৎসকেরা ঠিক করে দিয়েছেন, জানান আবু জাফর। 

ডিজি আবু জাফর আরো জানান, হাদিকে যখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়, তখন তার জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) সর্বনিম্ন ৩ ছিল। তবে চিকিৎসকদের প্রচেষ্টায় তার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরে পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও সরকারিভাবে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু পরিবারের পক্ষ থেকে এভারকেয়ারে নেওয়ার আগ্রহ প্রকাশ করায় সেখানেই পাঠানো হয়।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ মল

এছাড়াও পড়ুন:

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ২টা ২৫ মিনিটে বিজয়নগরের বক্স কালভার্টের সামনে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে
  • ওসমান হাদিকে গুলির বিষয়ে তদন্ত করবে ইসি 
  • ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর
  • ওসমান হাদির হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ‘বিজয়নগর আসতেই মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইকে গুলি করে’
  • ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ