ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান
Published: 12th, December 2025 GMT
বলিউডে সালমান খান যেমন একদিকে পর্দার সুপারস্টার, অন্যদিকে আদালতকেন্দ্রিক নানা আলোচনার নাম। তবে এবার ‘ভাইজান’ কোনো ফৌজদারি মামলায় নয়, বরং নিজের অধিকার রক্ষার দাবিতে হাজির হয়েছেন আদালতে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে একগুচ্ছ অভিযোগ নিয়ে তিনি গিয়েছেন দিল্লি হাইকোর্টে।
এআই যুগে তারকাদের ছবি, কণ্ঠস্বর ও সংলাপ নকল করে ভুয়া কনটেন্ট তৈরির প্রবণতা দিন দিন বাড়ছে। সালমান খানের অভিযোগও ঠিক সেখানেই। আদালতে তিনি জানান, তাঁর অনুমতি ছাড়াই ছবি, ভিডিও, কণ্ঠস্বর, সংলাপ এমনকি নাচের স্টেপ ব্যবহার করে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ভক্তদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
অভিনেতার আরও অভিযোগ, কিছু ওটিটি প্ল্যাটফর্ম ও গোষ্ঠী তাঁর পরিচয় ও জনপ্রিয়তা ব্যবহার করছে অনুমতি ছাড়াই। এটি তাঁর ব্যক্তিগত অধিকার ও প্রচারের অধিকারের ওপর গুরুতর হস্তক্ষেপ বলেও আদালতে উল্লেখ করেন সালমান খান।
সালমান খান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অন্তরঙ্গ দৃশ্যের কারণেই সামান্থার বিবাহবিচ্ছেদ হয়
কিছুদিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা রুথ প্রভু। এর আগে তিনি বিয়ে করেছিলেন তেলেগু তারকা নাগা চৈতন্যকে; কিন্তু বিয়ের মাত্র তিন বছরের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। নির্মাতা রাজ ও ডিকের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ অভিনয় করেন সামান্থা। সেই সিরিজের একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়েই নাকি নাগার সঙ্গে দূরত্ব তৈরি হয়।
বিবাহবিচ্ছেদের পেছনের গুঞ্জন
সামান্থা ও নাগা চৈতন্যকে টলিউডের ‘পারফেক্ট কাপল’ হিসেবে ধরা হতো। তবে তাঁদের বিচ্ছেদ ঘোষণা হওয়ার পরই সবাই ভেবেছিলেন, কী কারণে এই সম্পর্ক শেষ হলো। অনেকের মতে, সামান্থার সাহসী চরিত্রের কারণেই সম্পর্কের অবসান ঘটেছে।
একটি সূত্রে জানা যায়, সামান্থার ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের দৃশ্যটি নাগা ও তাঁর পরিবারের কাছে গ্রহণযোগ্য ছিল না। যদিও সিরিজটির জন্য আরেকটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করেন সামান্থা, কিন্তু পরে সেটা সম্পাদনায় বাদ পড়ে। কিন্তু যে দৃশ্যটি প্রচারিত হয়, সেটা নিয়েও আপত্তি ছিল। নাগা তো বটেই, তাঁর সাবেক শ্বশুর নাগার্জুনারও আপত্তি ছিল। তবে সামান্থা এই ‘পিতৃতান্ত্রিক’ মানসিকতা মানতে অস্বীকার করেন, যা শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে বিবেচিত হয়।