চলন্ত একটি অটোরিকশায় ছিলেন দুই নারী। সড়কে হঠাৎ র‍্যাবের তল্লাশিচৌকি দেখে অটোরিকশা থেকে নেমে যান দুজন। এরপর চেষ্টা করেন দ্রুত সেখান থেকে সরে যেতে। তাঁদের এই গতিবিধি সন্দেহ হয় র‍্যাব সদস্যদের। দুজনকে আটক করে তল্লাশি চালালে পাওয়া যায় ১৭ হাজার ৬০০ ইয়াবা বড়ি।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকা থেকে ওই দুই নারীকে আটক করা হলেও আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব। আটক দুই নারী হলেন কক্সবাজার সদর ইউনিয়নের টেকনাইফ্যা পাহাড় এলাকার মোহাম্মদ কাশেমের মেয়ে ছবুরা খাতুন (৪৮) ও একই এলাকার বৈদ্যঘোনা এলাকার মো.

ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন দুই নারীকে ইয়াবা বড়িসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা মাদকসহ দুজনকে আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাদির ওপর গুলি বর্ষণকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ইনকিলাব মঞ্চ ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শনাক্তকৃত ব্যক্তির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সন্ধানদাতার নাম-পরিচয়ও গোপন রাখা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে হাদি লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ