নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
Published: 13th, December 2025 GMT
নোয়াখালীর সোনাপুর পৌর বাস টার্মিনালে দাঁড় থাকা একটি বাসের কিছু অংশ আগুনে পুড়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাপুর পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় চালক ও চালকের সহকারী রাতের খাবার খেতে যায়। হঠাৎ স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখে। পরে তারা পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “বাসের ভিতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারী বাসের ভিতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়।”
ঢাকা/সুজন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাদির ওপর গুলি বর্ষণকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
ইনকিলাব মঞ্চ ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শনাক্তকৃত ব্যক্তির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সন্ধানদাতার নাম-পরিচয়ও গোপন রাখা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে হাদি লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা/এমআর/এস