দক্ষিণ কোরিয়ায় ভর্তি পরীক্ষায় ‘কঠিন’ ইংরেজি প্রশ্ন, কর্মকর্তার পদত্যাগ
Published: 12th, December 2025 GMT
দক্ষিণ কোরিয়ায় কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্টি হয়েছে বড় বিতর্ক। শিক্ষার্থীদের অভিযোগ, এই পরীক্ষায় ইংরেজি প্রশ্ন নাকি এতটাই কঠিন করা হয়েছে, যেন তা প্রাচীন কোনো লিপির পাঠোদ্ধারের মতো। এমন পরিস্থিতিতে গত বুধবার ওই পরীক্ষার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
দক্ষিণ কোরিয়ায় কলেজে ভর্তি পরীক্ষাকে বলা হয় ‘সুনেউং’। এই পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর দুটি ছিল—বিখ্যাত দার্শনিক এমানুয়েল কান্টের আইনের দর্শন এবং ভিডিও গেমস নিয়ে। দর্শন তো অনেক বোঝাপড়ার বিষয়, ডিডিও গেমস নিয়ে করা প্রশ্নটির জবাব দিতেই দিশাহারা হতে হয়েছে শিক্ষার্থীদের।
পরীক্ষায় সময় দেওয়া হয়েছিল ৭০ মিনিট। প্রশ্নের জবাব দিতে হয়েছে ৪৫টির। এই পরীক্ষায় এ বছর ইংরেজিতে সর্বোচ্চ গ্রেড পেয়েছে মাত্র ৩ শতাংশ শিক্ষার্থী। গত বছরে এমন শিক্ষার্থীর হার ছিল ৬ শতাংশ। এবারের প্রশ্ন নিয়ে দক্ষিণ কোরিয়ার ইংরেজির অধ্যাপক জুং চায়ে–কয়ান বলেন, ‘প্রশ্নগুলোর উত্তর অসম্ভব নয়, কিন্তু ভীষণ বিভ্রান্তিকর। এটি সত্যিই বিরক্তিকর।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ য়
এছাড়াও পড়ুন:
হাদির ভাইকে প্রধান উপদেষ্টা, ‘চিকিৎসার ব্যয় সরকার বহন করবে’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় এই টেলিফোন কলে ওমর বিন হাদিকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।
আরো পড়ুন:
‘আঘাত যা-ই আসুক, কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রধান উপদেষ্টা
হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরো বলেন, হাদির চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
তিনি বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।
এদিকে মাথায় গুলিবিদ্ধ হাদি এখন রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা ক্রিটিক্যাল। তার মস্তিস্কে গুলির আঘাত লেগেছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
বাদ জুমা রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল