ফতুল্লার লালপুর-পৌষাপুকুরপাড় সংযুক্ত রাস্তার উদ্বোধন
Published: 12th, December 2025 GMT
ফতুল্লার লালপুর-পৌষাপুকুরপাড় সংযুক্ত রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। এ সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে লালপুর,পৌষাপুকুরবসহ আশপাশ এলাকার মানুষের।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে এলাকাবাসীর চলাচলে নতুন গতি ফিরিয়ে আনতে এই উদ্বোধন গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
উদ্বোধনকালে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান হলো আজ। সামান্য বৃস্টি হলেই এ রাস্তাটি ডুবে যেতো। ফলে রাস্তার অধিকাংশস্থানে বড় বড় গর্ত সৃস্টি হয়েছিলো। চলাচলের অনুপোযোগি হয়ে পরেছিলো রাস্তাটি।
আজ এ রাস্তাটি আগের চাইতে বেশ কয়েক ফুট উচু করে করা হয়েছে। আশা করা যায় আগামী বর্ষা মৌসুমে রাস্তা পানির নিচে তলিয়ে যাবেনা।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, কৃষক দলের আহবয়াক জুয়েল আরমান,যুগ্ম আহবায়ক ও লালপুর পৌষাপুকুর পাঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, নাসির উদ্দীন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে বাজে অভ্যাসে জড়ান, বললেন জাদেজার স্ত্রী
রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে গিয়ে ভারতের খেলোয়াড়দের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তাঁর স্ত্রী রিভাবা জাদেজা। তিনি বলেন, ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে গেলে বাজে অভ্যাসে জড়ান। কিন্তু রবীন্দ্র জাদেজা এক যুগ ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করলেও কখনো ভুল কর্মকাণ্ডে জড়াননি।
রিভাবা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না নিলেও তাঁর এই মন্তব্য ভারতীয় দলের ড্রেসিংরুমের আচরণ ও সামগ্রিক সংস্কৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রবীন্দ্র জাদেজার স্ত্রী ছাড়াও রিভাবার বড় পরিচয় তিনি গুজরাটের বিধানসভার সদস্য ও রাজ্য সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি জনসভায় দেওয়া বক্তব্যে রিভাবা বলছেন, ‘আমার স্বামী, ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে, লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো অনেক দেশে ক্রিকেট খেলতে যেতে হয়। তবু আজ পর্যন্ত তিনি কোনো ধরনের আসক্তি বা কোনো বাজে অভ্যাসে জড়াননি; কারণ, তিনি তাঁর দায়িত্ব বোঝেন। দলের বাকিরা সবাই বাজে কর্মকাণ্ডে লিপ্ত হন, কিন্তু তাঁদের ওপর কোনো বিধিনিষেধ নেই।’
২০১২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া জাদেজা এখন জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী ১২ বছর বাড়ির বাইরে। তিনি যা খুশি করতে পারেন, কিন্তু তাঁকে কী মানতে হবে, সেই নৈতিক কর্তব্যটা তিনি জানেন।’
রিভাবা গুজরাট সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী