বিজয় শোভাযাত্রার মাধ্যমে ঢাকা–১০ আসনে দৃশ্যত নির্বাচনী শোডাউন দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা। আসিফ মাহমুদ এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

বিজয়ের মাস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ‘ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ অঞ্চলের সর্বস্তরের জনগণের’ ব্যানারে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন আসিফ মাহমুদ। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার কলাবাগানের ১০ নম্বর রোডের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি সায়েন্স ল্যাব মোড় ঘুরে সীমান্ত স্কয়ার, জিগাতলা হয়ে ধানমন্ডি ৭/এ–তে গিয়ে শেষ হয়।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আসিফ মাহমুদের সমর্থকেরা পায়ে হেঁটে বা যানবাহনে করে কলাবাগান আসছেন। বিআরটিসির ডাবল ডেকার বাসসহ বাস, ছোট ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে আসা মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।

একটি দলকে শোভাযাত্রার শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওয়াকিটকির ব্যবহার করতে দেখা গেছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাদির ভাইকে প্রধান উপদেষ্টা, ‘চিকিৎসার ব্যয় সরকার বহন করবে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় এই টেলিফোন কলে ওমর বিন হাদিকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।

আরো পড়ুন:

‘আঘাত যা-ই আসুক, কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রধান উপদেষ্টা

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা

সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, হাদির চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।

তিনি বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।

এদিকে মাথায় গুলিবিদ্ধ হাদি এখন রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা ক্রিটিক্যাল। তার মস্তিস্কে গুলির আঘাত লেগেছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বাদ জুমা রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ