ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃ‌ত্তের গু‌লির প্রতিবা‌দে বগুড়ায় মশাল মি‌ছিল ক‌রে‌ছে গণঅ‌ধিকার প‌রিষদ বগুড়া জেলা শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় তারা মশাল নি‌য়ে শহ‌রের সাতমাথায় মশাল মি‌ছিল ক‌রে। প‌রে সাতমাথার বীর‌শ্রেষ্ঠ স্কয়া‌রের সাম‌নে দা‌ড়ি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে। এ সময় সংগঠন‌টির নেতাকর্মীরা ‘হা‌দির ওপর হামলা সইবে না রে বাংলা’, ‘হা‌দির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বি‌ভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’

হাদির ঘটনায় জিএম কাদে‌রের গভীর উদ্বেগ

গণঅ‌ধিকার প‌রি‌ষ‌দ বগুড়া জেলা শাখার সি‌নিয়র সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম সেতু ব‌লেন, “ওসমান হা‌দি তার সংসদীয় আস‌নে নির্বাচনি প্রচার কর‌তে গি‌য়ে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন, এটা ছি‌লে ফ‌্যা‌সিবাদী শাস‌নাম‌লের আচরণ।”

“আমরা চব্বিশের স্বাধীনতা-পরবর্তী য‌দি মতপ্রকা‌শের স্বাধীনতা না থা‌কে, কথা বল‌তে গি‌য়ে য‌দি ফ‌্যা‌সি‌স্টের সম‌য়ের ম‌তো আবারো আক্রম‌ণে‌র শিকার হই; তাহ‌লে আপনার-আমার নিরাপত্তা কোথায়? আমরা এই ন‌্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানা‌চ্ছি। আমরা গণঅ‌ধিকার প‌রিষদ এরকম ঘটনার বিরু‌দ্ধে সসময় সোচ্চার,” বলেন সেতু।

ঢাকা/এনাম/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ মল গণঅ ধ ক র প র

এছাড়াও পড়ুন:

হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টায় গ্রেপ্তারে আল্টিমেটাম এনসিপির

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও মশাল মিছিল থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা শরীয়তপুর-ঢাকা সড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখে।

আরো পড়ুন:

‘আঘাত যা-ই আসুক, কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রধান উপদেষ্টা

হা‌দির ঘটনায় বগুড়ায় গণঅ‌ধিকার প‌রি‌ষ‌দের মশাল মি‌ছিল

অবরোধকারীদের অভিযোগ, নির্বাচনি তফসিল ঘোষণার পরদিনই এই হামলা ইন্টেরিম গভর্নমেন্টের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে তুলে ধরেন তারা।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার, জেলা যুব শক্তির আহ্বায়ক কাওসার মৃধা, জাতীয় ছাত্র শক্তির সদস্য ইয়াসিন মুন্সি, তাসকিন আহমেদ রায়হান (অন্তর), রাহিম কালাম,সুরভি রহমান প্রমুখ। 

সম্পর্কিত নিবন্ধ