সংবিধানের সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহার না করলে কোনো ধরণের লিগে অংশগ্রহণ করবে না ঢাকার ক্লাবগুলো। সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ঢাকা ভিত্তিক ক্লাবগুলোর সংগঠকরা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিসিডিএম এর আওতাধীন ক্লাবগুলোর সংগঠকরা মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেন।

লিজেন্ডেস অব রূপগঞ্জের জয়েন্ট সেক্রেটারি আহমেদ এসএম রুবেল বলেন, ‘‘শুক্রবারের মধ্যে প্রস্তাবনা খসড়া পুনঃরায় তৈরি করতে হবে। শনিবার আমরা বিসিবিতে যাব। আর এটা বাতিল না হওয়া পর্যন্ত কোনো লিগে অংশগ্রহণ করবে না ক্লাবগুলো।’’ 

আরো পড়ুন:

আসিফের নির্দেশনায় নারী দলের সফর থেকে বাদ সরকারের দুই প্রতিনিধি

বিপিএল: দেশিদের রাজত্বে রঙিন চায়ের দেশ

এ ছাড়া সংশোধনী কমিটির আহবায়ক ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন সংগঠকরা। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে কেন্দ্রীয় নেতা সারজিস আলমের উপস্থিতিতেই মারামারিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী।  এ সময় উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

অনুষ্ঠান আয়োজন নিয়ে বাকবিতান্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ‍সূত্রে জানা গেছে। এতে জুনায়েদ আহম্মেদ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আহত হয়েছেন।

সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠান আলতাফুনেছা খেলার মাঠে আয়োজনের কথা বলেছিল কিন্তু এনসিপির সংগঠকরা তাতে রাজি হয়নি। এ নিয়ে আজকের সমাবেশস্থলে এই ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক বলেন, আমাদেরকে অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ এবং সমাবেশে বক্তব্য দিতে দেয়নি এনসিপির সংগঠকরা। এ নিয়ে বিরোধ তৈরি। তবে এনসিপির এক সংগঠক বলেন এটা এনসিপির প্রোগ্রাম ছিল বৈষম্যবিরোধী ছাত্রদের নয়। তবুও তাদেরকে সঙ্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি