ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
Published: 14th, January 2025 GMT
‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকব’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয়ভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদানে শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’।
সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ওয়ালটন প্লাজার সহস্রাধিক সদস্য বিক্রয় প্রবৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা, সর্বোচ্চ গ্রাহকসেবা প্রদান ইত্যাদি ক্ষেত্রে সেরা থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা জানান, দেশে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য বিক্রয়ে শীর্ষে আছে ওয়ালটন প্লাজা। এর ফলে অর্জন করেছে জাতীয়ভাবে সর্বোচ্চ ট্যাক্স ও ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি। ব্যবসার পাশাপাশি দেশ ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি সামাজিক দায়বদ্ধতামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করছে ওয়ালটন প্লাজা। ইতোমধ্যে প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় কয়েকশ কিস্তি ক্রেতা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ালটন প্লাজা অর্জন করেছে সেরা সেলস নেটওয়ার্কের সম্মান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বেলুন উড়িয়ে দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
চ্যালেঞ্জার্স সামিটে সারা দেশের প্রায় ৭০০ ওয়ালটন প্লাজা থেকে ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ক্রেডিট ম্যানেজারসহ বিভিন্ন স্তরের সহস্রাধিক কর্মকর্তা অংশ নেন। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় ওয়ালটন হাই-টেক পার্কের আঙিনা।
সামিটে ওয়ালটন প্লাজার বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয় ওয়ালটন কর্তৃপক্ষ।
২০২৩ সালে বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ১৯টি ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজার ১৯০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।
চ্যালেঞ্জার্স সামিটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার ও মো.
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় ওয়ালটন প্লাজার দিনব্যাপী ‘চ্যালেঞ্জারস সামিট-২০২৫’।
ঢাকা/একরাম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না যেসব তারকাদের
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর বসেছিল ২০১৭ সালে। পরবর্তী আসর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও হয়নি। তার পরিবর্তে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ ৮ বছর পর আবার মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে র্যাংকিংয়ে শীর্ষে থাকা আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াই। চ্যাম্পিয়নস ট্রফির মতো আইসিসি ইভেন্টে খেলার স্বপ্ন দেখেন প্রত্যেক তারকাই। কিন্তু দুর্ভাগ্যকে সঙ্গী করে ইনজুরির কারণে মর্যাদার এই আসরে খেলা হচ্ছে না বেশ কিছু তারকা ক্রিকেটারদের। তাদের নিয়েই এই আয়োজন।
আফগানিস্তান:
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষের সিরিজে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। তাকে ধরা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের ট্রাম্প কার্ড। কিন্তু ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন তিনি।
অস্ট্রেলিয়া:
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরি সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের সবচেয়ে বেশি সংখ্যক তারকা খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। সেই তালিকায় প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকারা আছেন। এছাড়া ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক, ওয়ানডে থেকে হঠাৎ অবসর নিয়ে মার্কাস স্টয়েনিস ও পিঠের ইনজুরিতে নেই মিচেল মার্শের মতো তারকা।
আরো পড়ুন:
বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ
গিল-আয়ার-কোহলির ব্যাটে তৃতীয় ওয়ানডেতে ভারতের রান পাহাড়
ইংল্যান্ড:
ইনজুরিতে ইংল্যান্ডও তাদের একজনকে পাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফিতে। আর তিনি হলেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। চলমান ভারত সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। আর সেই ইনজুরি তাকে ছিটকে দিলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।
ভারত:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাসপ্রিত বুমরাহর। বিশ্বসেরা এই পেসার ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ভারত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) তাকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ দেয় ভারত।
নিউ জিল্যান্ড:
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ইনজুরিতে পড়েছে নিউ জিল্যান্ডের। তবে তাদের আশা এখনও ছেড়ে দেয়নি কিইউরা। আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তারকা পেসার লোকি ফার্গুসন। এরপর শনিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৫) ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে ইনজুরিতে পড়েন তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। এরপর তিনি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি। তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে ব্ল্যাক ক্যাপসরা।
পাকিস্তান:
আয়োজক পাকিস্তানও শেষ মুহূর্তে ইনজুরির ধাক্কা খেয়েছে। তাদের পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন। তিনি আছেন ফিটনেস সংকটে। তার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে খুশদীল শাহকে নেওয়া হয় দলে। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয়।
দক্ষিণ আফ্রিকা:
দক্ষিণ আফ্রিকা দলেও ইনজুরি সমস্যা রয়েছে। ইনজুরির কারণে তারা চ্যাম্পিয়নস ট্রফির দলে পায়নি তারকা পেসার অ্যানরিখ নরকিয়াকে। তার পরিবর্তে তারা দলে নেয় জেরাল্ড কোয়েৎজেকে। কিন্তু তিনিও পরে গ্রোইন ইনজুরিতে পড়েন।
ঢাকা/আমিনুল