প্লাস্টিক দূষণ নিয়ে রিভারাইন পিপলের সেমিনার
Published: 14th, January 2025 GMT
প্লাস্টিক দূষণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে পাবনা রিভারাইন পিপলের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাবনা আদর্শ গার্লস হাই স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
রিভারাইন পিপল পাবনার সভাপতি ও নদী গবেষক ড. মনছুর আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মাহাবুব আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা অতিরিক্ত ম্যাজিস্টেট মো.
মো. মনিরুজ্জামান বলেন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাস্তবতায় প্লাস্টিক সামগ্রী আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। তাই এর ব্যবহারে সচেতন হতে হবে। একটি প্লাস্টিক বোতল কতবার ব্যবহার করা যাবে, ব্যবহৃত সামগ্রী কোথায় ফেলতে হবে তা জানতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্লাস্টিকের কারণে শুধু পরিবেশ দূষণই ঘটছে না, ভবিষ্যৎ প্রজন্মও স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তাই এ অনুষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সম্বন্ধে যে জ্ঞান অর্জন করলে, তা ১০ জন শিক্ষার্থীকে জানাবে। আবার ১০ জন ১০০ জনকে জানাবে। এভাবে আমরা লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আমাদের যতটুকু ক্ষতি হওয়ার হয়ে গেছে; আর ক্ষতি হতে দেওয়া যাবে না। এ সময় তিনি রিভারাইন পিপল পাবনা দেশের নদনদী রক্ষার পাশাপাশি পরিবেশসংক্রান্ত জনগুরুত্বপূর্ণ বিষয় বেছে নেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক আখতারুজ্জামান আখতার, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনার সভাপতি এ বি এম ফজলুর রহমান, সূচনা সমাজকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, আদর্শ গার্লস হাই স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সমাজসেবক মুস্তাকিম সবুজ, প্রধান শিক্ষক ওহিদুর রহমান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল-আমীন, কৃষিবিদ জাফর সাদিক, সাংবাদিক হাসান আলী, খালেদ আহমেদ, শফিক আল কামাল, সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির এবং কে এম শুকুর আলী, কবি ফিরোজা খান প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী