যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ দেশের তালিকা থেকে কিউবার নাম সরিয়ে ফেলতে চান প্রেসিডেন্ট জো বাইডেন। এক বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে।

এ ঘোষণা আসার পর কিউবা নিজ দেশে নানা অপরাধে আটক ৫৫৩ কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়।

আশা করা হচ্ছে, এই বন্দিদের মধ্যে চার বছর আগে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরাও থাকবেন। বাইডেনের এ সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টে যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন মার্কো রুবিওকে। রুবিও কিউবায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করেছেন। সিএনএন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিরাপদ করা যায় না আর্সেনিকযুক্ত পানি ফুটিয়ে

বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর।

১. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী ঘটে?

ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জনসংখ্যা বৃদ্ধি 

গ. ভূমিকম্প ঘ. ভূমিক্ষয়

২. নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?

ক. ঘাসফড়িং→ঘাস→সাপ→ব্যাঙ 

খ. ব্যাঙ→ঘাসফড়িং→ঘাস→সাপ 

গ. সাপ→ঘাসফড়িং→ঘাস→ব্যাঙ 

ঘ. ঘাস→ঘাসফড়িং→ব্যাঙ→সাপ

আরও পড়ুনবাংলাদেশ ও বিশ্বপরিচয়: ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না০৭ ডিসেম্বর ২০২৫

৩. নিচের কোনটি সঠিক?

ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে 

খ. চাঁদ একটি উপগ্রহ 

গ. চাঁদ একটি গ্রহ 

ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘোরে

৪. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

ক. ৭ দিন খ. ২৪ দিন 

গ. ২৯ দিন ঘ. ৩৬৫ দিন

৫. ফুটিয়ে কী যুক্ত পানি নিরাপদ করা যায় না?

ক. ময়লাযুক্ত খ. অক্সিজেনযুক্ত 

গ. কার্বাইড ঘ. আর্সেনিকযুক্ত

আরও পড়ুনঠিক ঠিক টিক দাও১৮ ঘণ্টা আগে

৬. তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. ব্যারোমিটার খ. থার্মোমিটার 

গ. মোবাইল ফোন ঘ. ক্রনোমিটার

সঠিক উত্তর

১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ।

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ