যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ দেশের তালিকা থেকে কিউবার নাম সরিয়ে ফেলতে চান প্রেসিডেন্ট জো বাইডেন। এক বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে।

এ ঘোষণা আসার পর কিউবা নিজ দেশে নানা অপরাধে আটক ৫৫৩ কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়।

আশা করা হচ্ছে, এই বন্দিদের মধ্যে চার বছর আগে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরাও থাকবেন। বাইডেনের এ সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টে যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন মার্কো রুবিওকে। রুবিও কিউবায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করেছেন। সিএনএন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই মাদ্রাসাশিক্ষকের নাম সামছুল হক (৫৯)। তিনি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি ছিলেন।

পরিবার জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন সামছুল হক। পথিমধ্যে মজিতপুর আশ্রম–সংলগ্ন কুয়েতি মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাঁর বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী মাইক্রোবাসটি জব্দ করে। চালককে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জব্দ মাইক্রোবাস ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ