সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.

dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও https://result.dghs.gov.bd হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। ভর্তিচ্ছুরা এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।

এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।

আরও পড়ুনস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, টিউশন ফি-আবাসন-স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা৮ ঘণ্টা আগেমেধাতালিকা নির্ধারণ কীভাবে—

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে।

(ক) এসএসসির জিপিএর-৮ গুণ = ৪০।

(খ) এইচএসসির জিপিএর ১২ গুণ = ৬০।

আরও পড়ুনএমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, যেভাবে পাবেন শিক্ষার্থীরা৬ ঘণ্টা আগে

লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এই দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে।

*২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধাতালিকা করা হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৫ হাজার ৬৪৫টি যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা ৭ হাজার ৪০৬টি। যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস এক হাজার ৪০৫টি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি। যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স এক ৯৫০টি আসন। ১৩ হাজার ৫১ টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের১৩ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনস্কুলে ভর্তির লটারি: নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ৩ ধাপে, যেভাবে হবে১৩ ডিসেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র ফল শ ক ষ বর ষ ১৫ ম ন ট পর ক ষ য় এস ক র স র ২০২৫ র ভর ত ব ড এস ল কল জ প রক শ ফল ফল সরক র

এছাড়াও পড়ুন:

বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 

বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে হেবা সম্পত্তী মালিক আতাউর রহমান বাদী হয়ে প্রতিপক্ষ ফারুকের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর)  রাতে বন্দর ইউনিয়নের কুশিয়ারা মৌজাস্থ পদুঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গত গত ২১ সেপ্টেম্বর বন্দর থানার কদম রসুল রোড এলাকার গোলাম মোস্তফা মিয়ার ছেলে আতাউর রহমানের চাচী ফিরোজা বেগম তার পৈত্রিক সম্পত্তী ১৬ শতাংশ ১৬ পয়েন্ট জায়গা বিল এওয়াজ হেবা দলিল নং- ৬৩৯১ মূলে তার ভাতিজা আতাউর রহমানকে বুঝিয়ে দেয়। যার নামজারী নং- ৮৩৯(১ী-১) / ২০২৫-২৬।

এদিকে উল্লেখিত সম্পত্তী ভাতিজা আতাউর রহমান প্রাপ্ত হয়ে সে  নামজারী নং-৪৬৬৭(১ী-১) ২০২৫-২৬ করে উক্ত সম্পত্তি ভোগ দখলে আছে।

সম্প্রতি ভাতিজা আতাউর রহমান তার প্রাপ্ত সম্পত্তী উপর সাইনবোর্ড স্থাপন করলে এর জের ধরে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত নুরু মিয়া কন্ট্রাকটারের ছেলে ফারুকসহ অজ্ঞাত নামা ভূমিদৎসুরা জমিতে লাগানো সাইনবোর্ড উপরে ফেলে দেয়।

এ ছাড়াও প্রতিপক্ষ ফারুক মিয়া গত শুক্রবার বিকেলে তার ব্যবহারকৃত ০১৭২৭৪০৮১৬০ নাম্বার থেকে আতাউর রহমানের ব্যবহারকৃত ০১৭১১৪৭৭৪৪৫ নাম্বারের সাইনবোর্ড নিয়ে গেলাম পারলে কিছু করিস। এ বিষয়ে বেশী বারাবারি করলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, আসনসংখ্যা ৩৭০১, আবেদনের সময় বাড়ল ৩দিন
  • ‘বি’ ক্যাটাগরিতে নেমেছে মুন্নু এগ্রো
  • এমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, মেধাতালিকা যেভাবে
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ ডিসেম্বর ২০২৫)
  • বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 
  • এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  • এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
  • এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষা ফলাফলের, মেধাক্রম যেভাবে
  • এমবিবিএস–বিডিএস পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে কিছু নির্দেশনা, ১ আসনে পরীক্ষার্থী ২২ জন