নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে ১১১টি অস্ত্র ও ১ হাজার ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে বাকি ৪০টি অস্ত্র ও প্রায় ৭ হাজার ৫১৮ রাউন্ড গুলির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাকি অস্ত্র-গুলি উদ্ধারে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী বলেন, অস্ত্র উদ্ধারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইতোমধ্যে পুরস্কার ঘোষণাও দিয়েছি।

নির্বাচনের আগেই যেন বাকি অস্ত্র উদ্ধার করা যায়, সে লক্ষ্যে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগসহ সবাই সচেষ্ট রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে অরাজক পরিস্থিতির সুযোগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সংঘবদ্ধ হামলা চালানো হয়।

আন্দোলনকারীদের ছদ্মবেশে প্রবেশ করা কিছু দুর্বৃত্ত জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা, গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়।

সে সময় জেলা পুলিশের বিভিন্ন অস্ত্রাগার ভেঙে দুর্বৃত্তরা ১৫১টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ৯ হাজার ২৫ রাউন্ড গুলি লুট করে।

লুট হওয়া অস্ত্রের মধ্যে ছিল সাত ধরনের বিভিন্ন বোরের অস্ত্র, চাইনিজ রাইফেল, এসএমজি (সাব মেশিনগান), এলএমজি (লাইট মেশিনগান), পিস্তল, শটগান ও রাইফেলসহ আধুনিক আগ্নেয়াস্ত্র।

শুধু জেলা পুলিশ লাইন থেকেই লুট করা হয় ৭৮টি অস্ত্র ও প্রায় ৫ হাজার রাউন্ড গুলি। এসব অস্ত্রের অনেকগুলো কার্যকর অবস্থায় ছিল এবং কিছু অস্ত্র তৎকালীন সময়ে মামলা তদন্ত বা বিশেষ অভিযানে ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র উন ড গ ল তদন ত

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময় মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা এবং উপজেলার পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

‎সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী—নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।

‎তারা আরও বলেন, আসন্ন নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মাধ্যমেই বিএনপির বিজয় নিশ্চিত হবে। এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে—ইনশাল্লাহ।

‎সভাশেষে মহানগর যুবদলের নেতৃবৃন্দ আগামী নির্বাচনে মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে গণসংযোগ জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • শহীদ বুদ্ধিজীবী দিবসে যুবশক্তির আলোচনা ও দোয়া মাহফিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব না’গঞ্জ এর কমিটি ঘোষণা
  • অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির নেতারা
  • বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 
  • অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির আল আলামিন 
  • শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি
  • নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • ‘হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে’
  • হাদিকে হত্যার চেষ্টায় নিন্দা ও উদ্বেগ এনসিপির