দল থেকে বহিষ্কার হওয়ার পর ফেসবুক লাইভে এসে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থীকেও বহিষ্কারের দাবি জানিয়েছেন সখীপুর পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন।

গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে ফেসবুক লাইভে এসে প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট কথা বলেন নাসির উদ্দিন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে টাঙ্গাইল-৮ আসনের বিএনপির প্রার্থী আহমেদ আযম খানকে বহিষ্কারের দাবি জানান।

এ সময় নাসির উদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হলেও তিনি কোনো চাঁদাবাজি বা জমি দখলের সঙ্গে জড়িত নন। বরং আহমেদ আযম খান সখীপুরের ঘেঁচুয়া মৌজায় তিন একর জমি দখল করেছেন। এ ছাড়া আযম খান সখীপুরে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। এ বিষয়ে তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। লাইভে একাধিকবার তিনি আহমেদ আযম খানকে ‘জমি দখলবাজ’ বলে মন্তব্য করেন।

এ ছাড়া টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানান নাসির উদ্দিন। তাঁর দাবি, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনকে (টুকু)। ফরহাদ ইকবাল ওই মনোনয়ন বাতিল চেয়ে কাফনের কাপড় পরে মিছিল ও সমাবেশ করেছেন। ফলে তিনিও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে ফরহাদ ইকবালেরও বহিষ্কার দাবি করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, সাড়ে পাঁচ মাস আগে সখীপুর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত করে জেলা বিএনপি। সর্বশেষ গতকাল শনিবার নাসির উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। গতকাল দুপুরে বহিষ্কারের চিঠি পাওয়ার পরই তিনি রাতে ফেসবুক লাইভে আসেন। নাসির উদ্দিন সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘সাড়ে পাঁচ মাস আগে সখীপুর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত করেছিল জেলা বিএনপি। এরপর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম দলের সঙ্গে থেকেই কাজ করেছেন। তাঁকে কিন্তু দল বহিষ্কার করেনি। অথচ সভাপতি নাসির উদ্দিন গত সাড়ে পাঁচ মাসে দলের বিরুদ্ধে কাজ করেছেন। জেলা কমিটি অভিযোগের সত্যতা পেয়ে নাসিরকে দল থেকে বহিষ্কার করেছে। এখন তিনি কী বললেন, আর না বললেন, এটা আমাদের যায় আসে না।’

আহমেদ আযম খান আরও বলেন, এ আসনে যখন ধানের শীষের বিজয় নিশ্চিত, তখন একটি মহল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এরপরও সখীপুরে বিএনপি ঐক্যবদ্ধ আছে, থাকবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

আরও পড়ুনদলীয় প্রার্থীর বিরোধিতা করে টাঙ্গাইলে বিএনপির আরও ২২ নেতার পদত্যাগের ঘোষণা২৬ নভেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহম দ আযম খ ন প র ব এনপ র স র প র ব এনপ র ন স র উদ দ ন কর ছ ন

এছাড়াও পড়ুন:

গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে আজ রোববার সন্ধ্যায় দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ছিলেন। এ সময় এক বন্দুকধারীকে নিরস্ত্র করেছেন এক পথচারী। তাঁর সাহসিকতার কারণে আরও মানুষ গুলির হাত থেকে রক্ষা পেয়েছেন। দারুণ সাহসী এই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ।

অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম সেভেন নিউজকে আহমেদের চাচাতো ভাই মুস্তফা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪৩ বছর বয়সী আহমেদ দুই সন্তানের জনক। পেশায় ফল ব্যবসায়ী আহমেদ সিডনির বাসিন্দা। বন্দুকের ব্যবহার সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। ঘটনার সময় তিনি ওই বন্দুকধারীর অদূরে ছিলেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের সেন্ট জর্জ হাসপাতালের বাইরে সেভেন নিউজের সঙ্গে কথা বলছিলেন মুস্তফা। তিনি জানান, আহমেদের গায়েও দুটি গুলি লেগেছে। একটি গুলি বাহুতে, আরেকটি হাতের আঙুলে লেগেছে। তাঁর অস্ত্রোপচার করতে হচ্ছে।

মুস্তফা বলেন, ‘তিনি (আহমেদ) হাসপাতালে আছেন। ভেতরে কী হচ্ছে, আমরা তা ঠিক জানি না।’ তিনি আরও বলেন, ‘আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি শতভাগ একজন নায়ক।’

সিডনি মর্নিং হেরাল্ড ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কালো শার্ট ও সাদা প্যান্ট পরা এক বন্দুকধারী ক্যাম্পবেল প্যারেড কার পার্কিংয়ের পাশে দুটি ময়লা ঝুড়ির পাশে দাঁড়িয়ে কাছের সমুদ্রসৈকতে থাকা মানুষের দিকে গুলি ছুড়ছেন। তাঁর সঙ্গে ঝোলানো একটি কালো ব্যাগ আছে। এ সময় সাদা এবং কালো প্যান্ট পরা এক ব্যক্তি পার্কিংয়ে থাকা গাড়ির ফাঁক দিয়ে বন্দুকধারীর দিকে সন্তর্পণে এগিয়ে যান। তিনি পেছন থেকে বন্দুকধারীর গলায় হাত দিয়ে জড়িয়ে ধরেন। ধস্তাধস্তি শুরু হয়। তখন দ্বিতীয় এক পথচারীও বন্দুকধারীকে নিরস্ত্র করতে এগিয়ে যান। কিন্তু তিনি ধস্তাধস্তিতে যুক্ত হওয়ার আগেই বন্দুকধারী মাটিতে পড়ে যান। বন্দুকটিও মাটিতে পড়ে যায়। বন্দুকটি প্রথম পথচারী নিয়ে নেন। এরপর তা ওই বন্দুকধারীর দিকে তাক করেন।

বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া আহমেদ আল আহমেদকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য সিডনি মর্নিং হেরাল্ড থেকে স্ক্রিনশট

সম্পর্কিত নিবন্ধ