ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে স্থপতি মোঃ ইসতিয়াক জহির তিতাস, পরিচালক (প্রশাসন ও সেবা) হিসেবে তাহমিনা রহমান অণু এবং পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে কাজী মাসুম হোসেন নির্বাচিত হয়েছেন।

গত ১৩ ডিসেম্বর পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে কমিশন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করে।

নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন, ডা.

হাসান শাহরিয়ার, মোঃ নূরুজ্জামান (কল্লোল), মোঃ আহসান রাজীব, মাশকাওয়াত হাসান পাভেল, এফসিএ, আশরাফুল আমিন তালুকদার (রবিন), মেজর সৈয়দ সাহেদ হাসান কবীর (অবসরপ্রাপ্ত), জীশান কিংশুক হক, ড. এস এম কামরুল হাসান, মোঃ আনোয়ারুল মোমেন, মেরী হাপাং এবং মহিলা ও শিশু বিষয়ক পরিচালক হিসেবে সামিনা ইউনুস।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের ভ্রমণ ১০৯৪ মাইল, আর্জেন্টিনার ৪৬১ মাইল

আর মাত্র ছয় মাস বাকি। শুরু হয়ে গেছে বিশ্বকাপের সময় গণনা। ২০২৬ সালের ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। এ মাসের ৫ তারিখে হয়ে গেছে বিশ্বকাপের ড্র, চূড়ান্ত হয়েছে সূচিও। আয়োজক আর অংশ নিতে যাওয়া দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন।

বিশ্বকাপ হচ্ছে তিন দেশে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। মাঠের ট্যাকটিকস আর টেকনিকের পাশাপাশি তাই দলগুলোকে ভাবতে হচ্ছে লম্বা ভ্রমণের চ্যালেঞ্জ নিয়েও।

কারণ, অংশগ্রহণকারী দলগুলোকে শত শত, কখনো আবার হাজার মাইল পথ পাড়ি দিতে হবে। সব মিলিয়ে দলগুলোর ভ্রমণ পরিকল্পনা করা মোটেও সহজ নয়। ২০২২ বিশ্বকাপ হয়েছিল কাতারে। ভেন্যুগুলো ছিল কাছাকাছি। দলগুলোকে ভ্রমণে মোটেই বেগ পেতে হয়নি।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ভ্রমণ একনজরে

বিশ্বকাপের তিন আয়োজক গ্রুপ পর্বের ম্যাচগুলো নিজেদের দেশেই খেলবে। তবে একেক দেশে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্বের বেশ পার্থক্য আছে। সেদিক থেকে মেক্সিকোর ভ্রমণই তুলনামূলক স্বস্তিকর।

গ্রুপ পর্বে তারা খেলবে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও উয়েফার প্লে-অফ জয়ীর (ডেনমার্ক, উত্তর মেসিডোনিয়া, চেক প্রজাতন্ত্র বা আয়ারল্যান্ড) বিপক্ষে। তিনটি ম্যাচের ভেন্যুই মেক্সিকোতে—দুটি মেক্সিকো সিটিতে, অন্যটি গুয়াদালহারায়।

প্রথম আলো গ্রাফিকস

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের ভ্রমণ ১০৯৪ মাইল, আর্জেন্টিনার ৪৬১ মাইল
  • ২০২৬ সালে  সাফল্য পেতে এই ৫ টি বিষয়ে নজর দিতে পারেন
  • স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, টিউশন ফি-আবাসন-স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা
  • আরও বাড়বে সোনার দাম, ২০২৬ সালে বিশ্ববাজারে উঠতে পারে ৪,৯০০ ডলার
  • বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ কোচ, এক প্রদেশ থেকেই ৫ জন
  • ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ‘ব্যাডমিন্টন বাংলাদেশ’
  • তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের আনন্দ মিছিল
  • বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দামই ৫ লাখ, ফিফাকে ‘বিরাট বিশ্বাসঘাতক’ বলছেন সমর্থকেরা
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন ট্রাম্প, বিশ্বকাপের দুটি দেশের সমর্থকদের নিয়ে বিপাকে ফিফা