কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আকিজ সিগারেট কোম্পানির অফিসে ডাকাতির সময় নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরী তপন কুমার সরকার (৫০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার বাসিন্দা।

আজ রোববার সকাল নয়টার দিকে রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় ওই সিগারেট কোম্পানির অফিস প্রাঙ্গণে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাত দল ওই সিগারেট কোম্পানির অফিসে হানা দেয়। তাদের বাধা দিতে গেলে নৈশপ্রহরী তপন কুমারের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিস থেকে বিভিন্ন মালামাল ও আনুমানিক ৩৪ লাখ টাকা ডাকাতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তপন কুমারের স্ত্রী মোনা রানী বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে সরকার

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে আজ রাতে জরুরি কনফারেন্সে এ সিদ্ধান্ত হয়। তাঁর চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার। শুক্রবার পুরানা পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটজনক।

সম্পর্কিত নিবন্ধ