রাজাকার হিসেবে আঁকা গোলাম আযম, নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে ঢাবি প্রশাসন
Published: 14th, December 2025 GMT
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। গতকাল শনিবার রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবনসংলগ্ন সড়কে এ ছবিগুলো আঁকা হয়। আর আজ রোববার সকালে তা মুছে ফেলা হয়েছে।
জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক প্রথম আলোকে বলেন, ১৪ ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি, তাই হল সংসদের পক্ষ থেকে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন।
সুদীপ্ত বলেন, ‘কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে এই ছবিগুলো মুছে দিয়েছে। হল প্রশাসন আমাদের জানিয়েছে, তাদের নাকি ওপর থেকে নির্দেশ এসেছে।’
সকালে ঘষে তা পানি দিয়ে মুছে দেওয়া হয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে সরকার
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে আজ রাতে জরুরি কনফারেন্সে এ সিদ্ধান্ত হয়। তাঁর চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার। শুক্রবার পুরানা পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটজনক।