রঙের উত্তাপে স্পর্শের অনুভূতি
Published: 14th, December 2025 GMT
রাজধানীর ভূমি গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী সহিদ কাজীর প্রথম একক চিত্র প্রদর্শনী ‘ইমপাস্তো’। ইমপাস্তো হলো রংকে কিছুটা ভাস্কর্যের মতো দাঁড় করিয়ে তোলা চিত্রের স্পর্শযোগ্য গভীরতা তৈরির এক বৈশিষ্ট্যময় শিল্পকৌশল। যেখানে রংকে ক্যানভাসে খুব ঘন, মোটা ও উঁচু-নিচু করে প্রয়োগ করা হয়। তাঁর ক্যানভাসে তেলরং শুধু রং নয়, এ যেন স্পর্শযোগ্য এক রূপক, যেখানে দাগ, খোঁচা, স্তর, উঁচু-নিচু সব মিলিয়ে ক্যানভাসের গায়ে তৈরি হয়েছে জীবন্ত এক ত্বক। ইমপাস্তো টেকনিকের সাহসী ব্যবহার তাঁর কাজগুলোকে দিয়েছে ভরাট দৃষ্টিগ্রাহ্যতা—যেখানে আলো পড়ে গড়ে ওঠে ক্ষুদ্র ছায়া, আর সেই ছায়াই চিত্রগুলোকে করে তোলে ত্রিমাত্রিক।
সহিদ কাজীর চিত্রভাষা আসলে অনুভূতির স্তরবিন্যাস—উচ্ছ্বাস, স্থিরতা, স্মৃতি কিংবা কোনো অতীত দৃশ্যের ক্ষণিক ঝলক—এসবই তাঁর তেলরঙের স্তরে স্তরে জমে উঠেছে। রঙের খোলা স্ট্রোক, ছুরির ধারালো স্লাইড, কখনো স্ফীত, কখনো দগদগে স্তর—এসব বুননে শিল্পী নিজের আবেগকে প্রায় মূর্ত রূপ দিয়েছেন। ফলে দর্শক শুধু দেখেন না, একই সঙ্গে স্পর্শের অনুভূতিও উপলব্ধি করেন।
১ / ৭উৎস: Prothomalo
কীওয়ার্ড: স পর শ
এছাড়াও পড়ুন:
ওসমান হাদিকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হবে
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ রাতে এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে আজ রোববার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ও ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।
আগামীকাল দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে জানিয়ে প্রেস উইং বলেছে, এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।