নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর নির্ধারণের সুপারিশ করেছে সংস্কার কমিশন। বুধবার সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন দিয়েছে
তাতে এ সুপারিশের কথা বলা হয়েছে। 

এছাড়া সংখ্যাগরিষ্ঠতার জোরে কাটছাঁট রোধে সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। 

সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন দিয়েছে তাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করে বলা হয়েছে, সংবিধানের যেকোনো সংশোধনীর প্রস্তাব উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হলে তা গণভোটের জন্য উপস্থাপন করা হবে। গণভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় তথা ৫০ শতাংশের বেশি ভোট পেলে সংশোধনী প্রস্তাব পাস হবে। 

অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন সুপারিশ করেছে, আইনসভার নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ হবে সিনেট। জাতীয় সংসদের আসন হবে ৪০০। এর মধ্যে ১০০ জন নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হবেন। বাকি ৩০০ জন বিদ্যমান পদ্ধতিতে নির্বাচিত হবেন। তবে রাজনৈতিক দলগুলোর ১০ শতাংশ প্রার্থী হতে হবে তরুণ। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ট দলই সরকার গঠন করবে। সরকার গঠনের উচ্চকক্ষের সদস্য সংখ্যা প্রভাব ফেলবে না।

রাজনৈতিক দল প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে ১০০ জন নির্বাচিত হবেন। পাঁচজন মনোনীত হবেন রাষ্ট্রপতির মাধ্যমে। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর। একজন ব্যক্তি জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। উভয় কক্ষে ডেপুটি স্পিকারের একটি পদ বিরোধী দল পাবে। নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর নির্ধারণের সুপারিশ করেছে কমিশন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স প র শ কর

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার জন্য মোহাম্মদ আলীর উদ্যাগে কুরআন বিতরণ ও দোয়া

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন এতিম খানায় এতিমদের মাঝে আজ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্নস্থানে দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র  সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পক্ষ থেকে শহরের বিভিন্ন এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে দোয়ার কর্মসূচি পালন করা হয়।

জেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জেলার জাতীয়তাবাদী সাইবার এক্টিভিস্টস, ফতুল্লা থানা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থকদের উদ্যেগে বেগম খালেদা জিয়ার জন্য উক্ত দোয়া ও কুরআন শরীফ বিতরণের কর্মসূচিগুলো পালন করা শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে বলে জানানো হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ ফতুল্লা ইউনিয়ন এবং এনায়েত নগর ইউনিয়নে উপস্থিত হয়ে উক্ত কুরআন শরীফ এতিমদের হাতে তুলে দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর কমিটির আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদর থানা সাইবার ইউজার দলের এস. আলম আয়ান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় এস. আলম ইসরাৎ বলেন, এটি কোনো নির্বাচনী গণসংযোগ বা প্রচারণা কিংবা সাংগঠনিক কর্মসূচির অংশ নয়। এটি গণতন্ত্রের জননী, এ প্রজন্মের দেশমাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসার দায়বদ্ধতা থেকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আমরা করছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশনেত্রীর এই সংকটাপন্ন শারীরিক অবস্থায় শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নয়, পুরো দেশ ও জাতি আজ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনা করছে উনার সুস্থতার জন্য, কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী সমগ্র বাংলাদেশীর একমাত্র নেত্রী।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্দেশনায় ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ - নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের অন্তর্গত সদর উপজেলা, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ