ইট তৈরিতে উর্বর মাটি, চাষাবাদ অনুপযোগী হাজার একর জমি
Published: 17th, January 2025 GMT
দুই বছরে প্রায় হাজার একর কৃষি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এর কারণ কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার লোকজন। বিনা পরিশ্রমে টাকা আসায় লোভে পড়ে উর্বর মাটি বিক্রি করে দিচ্ছেন জমির মালিকরা। এমন অবস্থা কুমিল্লার মুরাদনগর উপজেলার।
মুরাদনগর উপজেলায় ৫০টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় ইট তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে কৃষি জমির মাটি। প্রতি বছর গড়ে একেকটি ইটভাটায় ৮০ লাখ ইট তৈরিতে ব্যবহার হয় প্রায় ১০ একর কৃষি জমির মাটি। সে হিসাবে গত দুই বছরে ৫০টি ইটভাটায় ৮০ কোটি ইট তৈরিতে ব্যবহার হয়েছে প্রায় এক হাজার একর কৃষি জমির মাটি।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, দুই বছর আগে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে নদীনালা, খালবিল বাদে প্রায় ২৫ হাজার হেক্টর চাষযোগ্য জমি ছিল। শ্রেণি ভেদে প্রায় সব জমিতেই সারাবছর কোনো না কোনো ফসল চাষ হতো। গত দুই বছরে কৃষি জমি থেকে ইটভাটার মাটি সংগ্রহ, খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও বাড়ি নির্মাণসহ বিভিন্ন কারণে প্রায় এক হাজার হেক্টর কৃষি জমি চাষের অযোগ্য হয়ে ডোবায় পরিণত হয়েছে। কৃষি অফিসের চলতি বছরের জরিপে এ তথ্য উঠে এসেছে।
বাইরা গ্রামের কৃষক সহিদ মিয়া বলেন, ‘সরকারি লোকরা চাইলে শুধু জমি থাইকা মাটি কাটা না, সব অবৈধ কাজই বন্ধ করা সম্ভব। প্রথম প্রথম সব সরকারি কর্মকর্তাই কিছু দিন ভালো অভিযান চালায়। পরে আবার কয়েকদিন যাইতে না যাইতে দেহি (দেখি) সব আগের মতোই। এক সময় মনে হয়, সবই টাকার খেলা।’
দারোরা গ্রামের কৃষক দিলু মিয়ার অভিযোগ, জমির মাটি বিক্রি করতে না চাইলে নানাভাবে বাধ্য করা হয়। অন্যথায় অনুমতি ছাড়াই মাটি কাটা শুরু করে। অধিকাংশ মাটি ব্যবসায়ীই ক্ষমতাধর লোক। ভয়ে তাদের বিরুদ্ধে কথাও বলা যায় না। মাটি কাটায় বাধা দিতে গেলে অনেক সময় মারধরের শিকার হতে হয়। মাটি কাটার কারণে প্রায় সব কৃষি জমি ডোবায় পরিণত হয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় মাটি কাটা চক্রের কয়েক সদস্যের সঙ্গে। পরিচয় গোপন রাখার শর্তে তারা জানান, কৃষককে ন্যায্য মূল্য দিয়েই জমির মাটি কিনে থাকেন তারা। কাউকে জোর-জবরদস্তি ছাড়াই সব সেক্টর ম্যানেজ করে মাটি ক্রয়-বিক্রয় করা হয়। অনেক কর্মকর্তা প্রথম প্রথম একটু ঝামেলা করেন। পরে আবার সব ঠিক হয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, ‘কৃষি জমি রক্ষায় কোনো বিশেষ আইন নেই। ফলে আমরা চাইলেও সরাসরি গিয়ে বাধা দিতে পারি না। আমরা সব বিষয়ে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানোর চেষ্টা করি।’ তাঁর ভাষ্য, উপজেলার অধিকাংশ কৃষকই জমি বর্গা বা পত্তন নিয়ে চাষ করেন। ফলে প্রকৃত মালিক কৃষক না হওয়ায় জমির মর্যাদা বোঝেন না। নগদ টাকার লোভে জমির উর্বর মাটি বিক্রি করে দেন তারা। তাদের ধারণা, জমির মাটি বিক্রি করলে দুইভাবে লাভবান হতে পারেন তারা। প্রথমত, জমি বিক্রির সমমান টাকা চলে আসে মাটি বিক্রি করে। দ্বিতীয়ত, জায়গাটাও নিজের রয়ে গেল। জমির মালিকদের এই ধারণার ফলে প্রতিনিয়ত বেড়েই চলছে মাটি বিক্রি। দ্রুত সময়ের মধ্যে মাটি কাটার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া দরকার। অন্যথায় এভাবে চলতে থাকলে ১০ বছর পর এ উপজেলায় চাষযোগ্য কৃষি জমির সংকট তৈরি তবে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান জানান, কৃষি জমি থেকে মাটি কাটা একটি বড় অপরাধ। কারণ জমি থেকে মাটি কাটার ফলে সেই জমির শ্রেণি পরিবর্তন হয়ে যায়। আর প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণি পরিবর্তন করার সুযোগ নেই। কৃষিজমি রক্ষায় ইতোমধ্যেই অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তার দাবি, যেখান থেকেই অভিযোগ আসছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যস্ততার কারণে প্রতিদিন অভিযান চালানো সম্ভব হয় না। সে ক্ষেত্রে জনগণের সচেতনতা জরুরি। জনগণ সচেতন না হলে শুধু অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করা সম্ভব নয়। প্রশাসনের ওপর নির্ভর করে না থেকে সবাইকে যার যার অবস্থান থেকে কৃষিজমি রক্ষায় এগিয়ে আসতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ ই বছর প রথম ইটভ ট
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী