বাংলাদেশের আদর্শের জনক হলেন জিয়াউর রহমান : টিপু
Published: 19th, January 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, যারা বাংলাদেশকে ভালবাসেন বাংলাদেশের জাতীয়তাবাদীর আদর্শকে বিশ্বাসী তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে এবং তাকে শ্রদ্ধা করতে হবে।
কারণ বাংলাদেশের আদর্শে বিশ্বাসীর অগ্রনায়ক ছিলেন জিয়াউর রহমান। পৃথিবী যে কোন দেশে গেলে যদি বলেন আপনি বাঙালি তখন মনে করে আপনি ভারতের। আর যখন আপনি বলেন আমি বাংলাদেশী তখন সবাই বুঝতে পারে যে বাংলাদেশ নামে একটি দেশ রয়েছে। এই বাংলাদেশের আদর্শের জনক হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান যদি জন্মগ্রহণ না করতো তাহলে আমরা বাংলাদেশ পেতাম না এবং বাংলাদেশের স্বাধীনতা পেতাম না। আর শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে থেকে একটি উন্নয়ন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচিতি লাভ করতে পারত না।
জিয়াউর রহমান না হলে আজকে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হতো না। বাক স্বাধীনতা ফিরে পেতাম না এখন সংবাদ পড়তে স্বাধীনতা ফিরে পেতাম না। আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করবেন এবং আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে বেহেস্তে সর্বোচ্চ মোকাম দান করেন।
তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করলে হবে না আমাদেরকে তার মতন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। উনি ছিলেন একজন নীরলোপ। দেশের একজন রাষ্ট্রপতি হয়েছে কিন্তু তার ঢাকার মধ্যে একটি বাড়িও ছিল না।
উনি প্রেসিডেন্ট টাকার সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোন উচ্চবিলাসী জীবনযাপন করে নাই। আর বেগম খালেদা জিয়া কোন উচ্চবিলাসী আবদার করে নাই। জিয়াউর রহমান তখন ছিলেন বাংলাদেশের সাত কোটি মানুষের জনপ্রিয় সফল একজন রাষ্ট্র নায়ক।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ র ষ ট রপত র রহম ন র আদর শ সদস য
এছাড়াও পড়ুন:
বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল- (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় পালন করা হলো বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড.সাহিদুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে জনবান্ধব রাজনীতির দাবিকে প্রতিবাদ্য করে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে হিউম্যান এইড (হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল)
সেই সাথে হিউম্যান এইড এর উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।
ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে, দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাবের নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বপরি, হিউম্যান এইড বলতে চায়- দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।