পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 
এলজিইডির তত্ত্বাবধানে পিরোজপুর উন্নয়ন প্রকল্পের অধীনে ২০২৩ সালের দরপত্রের মাধ্যমে বাজার উন্নয়নের কাজ পায় মাটিভাঙ্গার মাহমুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠান কাজটি পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম অংশুকে দেয়। কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকা। ২০২৪ সালের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা ছিল। কাজের আওতায় রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা, টিউবওয়েল, টোলঘর ও বাজারের ঘাটলা নির্মাণ। 

সরেজমিন দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু একটি নলকূপ বসিয়েছে। এ ছাড়া সড়কে অল্প কিছু পাথর এনে ফেলে রাখা হয়েছে। নামমাত্র কাজ করলেও এরই মধ্যে ৮৩ লাখ ৮৩ হাজার টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। সাবেক উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও জেলা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের সহযোগিতায় ঠিকাদার বিল তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি টিউবওয়েল বসানো হয়েছে। তার ফ্লোর পাকা করা হয়নি। ফলে জায়গাটি সবসময় স্যাঁতসেঁতে থাকে। ময়লা পানি পান করা যায় না। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। 

একই অভিযোগ করেন দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশীষ চন্দ্র হালদার। তিনি জানান, রাস্তার ইট তুলে ফেলে রাখা হয়েছে। বালু উড়ে দোকানের ভেতরে প্রবেশ করে মালপত্র নষ্ট হচ্ছে। কর্তৃপক্ষকে বলা হলেও কাজ হয়নি। অতিদ্রুত এ বাজার উন্নয়নের কাজ শেষ করা দরকার বলে জানান এ ব্যবসায়ী।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রণজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ কাজের বিল পরিশোধ করেছেন।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম বলেন,  কাজটি পিরোজপুরের ঠিকাদার জাহিদুল  ইসলাম অংশুর কাছে  বিক্রি করেছেন। তাঁকে কাজ শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে। 
এ বিষয়ে কথা বলতে ঠিকাদার জাহিদুল 
ইসলাম অংশুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়। সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে

হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।

সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।

যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ