অবন্তি সিঁথি। এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী। সম্প্রতি নাটাই মিউজিক থেকে প্রকাশিত হয়েছে তানজীব সারোয়ারের সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘প্রেমের টান’। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গ িনিয়ে কথা হয় তাঁর সঙ্গে...

প্লেব্যাকের বাইরে এই প্রথম তানজীব সারোয়ারের সঙ্গে দ্বৈত গান গাইলেন। ‘প্রেমের টান’ গানটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?  

মাত্র তিন দিন আগে ‘প্রেমের টান’ গানটি প্রকাশ করা হয়েছে। এই অল্প সময়ে শ্রোতাদের কাছে যে সাড়া পেয়েছি, তা আমাকে আশাবাদী করে তুলেছে। আমার ধারণা, যত দিন যাবে, গানের শ্রোতা তত বাড়বে। মূলত শ্রোতাদের প্রত্যাশা থেকেই এই ধারণা তৈরি হয়েছে। কারণ, ‘সুরঙ্গ’ সিনেমায় তানজীবের সঙ্গে গাওয়া ‘গা ছুঁয়ে বল’ গানটি অনেকে ভীষণ পছন্দ করেছেন। তখন থেকেই চাইছিলেন আমরা যেন এমন আরও কিছু গান গাই। সে কারণেই তানজীব মেলোডি সুরে ‘প্রেমের টান’ গানটি তৈরি করেছেন। সংগীতায়োজনের জন্য বেছে নিয়েছেন সাজিদ সরকারকে। আমি ও তানজীব দু’জনেই চেষ্টা করেছি, গায়কীর মধ্য দিয়ে গানটি শ্রুতিমধুর করে তোলার। 

শুনেছি, ‘প্রেমের টান’ গানটি অনেক দিন আগে তৈরি করা। তাহলে প্রকাশ করতে এতটা সময় নেওয়ার কারণ? 

গত কয়েক মাস আমরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, তাতে নতুন গান প্রকাশ করা ছিল এক ধরনের বিলাসিতা। সে কারণে গান প্রকাশে একটু সময় নেওয়া। 

আজকাল নাটকেই বেশি প্লেব্যাক করতে দেখা যাচ্ছে, কারণ কী?  

এখন টিভি নাটকের গল্পেও অনেক বিষয় বৈচিত্র্য উঠে আসছে। যেজন্য গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে নানা ধরনের গান। সিনেমার ক্যানভাসটা নাটকের চেয়ে বড়– এটুকু যা পার্থক্য। তাই সিনেমার মতোই আনন্দ পাচ্ছি, নাটকের গানে প্লেব্যাক করে। 

ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরার ইচ্ছা বলে জানিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে মেলোডি গানই প্রাধান্য দিচ্ছেন?

মেলোডি গানের আবেদন সবসময় ছিল। তাই চাইলেও মেলোডি থেকে দূরে সরে থাকা সম্ভব নয়। আবার কথা সত্যি যে, ভার্সেটাইল শিল্পী হওয়ার স্বপ্ন নিয়েই গানের ভুবনে পা রেখেছিলাম। এখনও চেষ্টা করে যাচ্ছি। বেশ কিছুদিন ধরেই চাইছি, গায়কীতে নিজেকে ভেঙে আরও নতুনভাবে তুলে ধরতে। যেজন্য গান নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করে যাচ্ছি।

নতুন আর কী কাজ নিয়ে ব্যস্ত আছেন? 

এর মধ্যে একক গানের পাশাপাশি এ সময়ের আলোচিত কয়েকজন শিল্পীর সঙ্গে কয়েকটি দ্বৈত গান গেয়েছি। সেগুলো বছরের বিভিন্ন প্রান্তে প্রকাশ পাবে। এর বাইরে আমার জীবনসঙ্গী অমিত দে’র সঙ্গে একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হাতে নিয়েছি। সেখানে সুরকার ও সংগীত পরিচালকের দায়িত্ব পালন করছেন মিঠুন চক্র। সঙ্গে আরও আছেন গীতিকার রাসেল রহমান। এরই মধ্যে আমরা ‘সহসা’ শিরোনামে একটি গান তৈরি করেছি। সামনে আরও কিছু কাজের পরিকল্পনা আছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।” 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/চন্দন/এস

সম্পর্কিত নিবন্ধ