নড়াইলের সড়কে ঝরল পশু চিকিৎসকের প্রাণ
Published: 22nd, January 2025 GMT
নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খসরু আলম সাগর (৩৪) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়কের কলোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া খসরু আলম সাগর উপজেলার মাছিমদিয়া গ্রামের জাকার আলীর ছেলে।
আরো পড়ুন:
খুলনায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু
রোড ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, শ্যালক ও দুলাভাই নিহত
নিহতের চাচা আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলে করে খসরু আলম সাগর বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় চিকিৎসক খসরু আলম সাগরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে খসরু আলম সাগর মারা যান।
নড়াইল সদর থানার ওসি মো.
ঢাকা/শরিফুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাইফুল, কবির ও হান্নান।
কারখানার সুপারভাইজার মিজানুর বলেন, ‘‘কারখানার গ্যাস কন্ট্রোলার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হন। দ্রুত কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।’’
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অনিক/রাজীব