বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এতে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্যসহ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে এ সভা করা হয়।

বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের জ্যেষ্ঠ সদস্য, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড.

হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বোর্ডের সদস্য ডা. মো. মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকিম কামরুল ইসলাম নাবাতাতী, হাকিম মোকছেদুল আলম, ড. নুর মোহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যাপক ড. আতাউর রহমান, হাকিম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্ত, বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরদার মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের পক্ষে অংশ নেন ডা. আমিনুল বারী কানন, ডা. তাওহিদ আলবেরুনী, ডা. জাহাঙ্গীর হোসেন ও ডা. সোহরাব হোসেন। 

সভায় বোর্ডের বিদ্যমান অর্ডিন্যান্স যুগোপযোগী করে আইনে রূপান্তর করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

ঢাকা/রফিক 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ও আয় র ব দ ক র রহম ন ইউন ন

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ