ধর্ষণের পর পুড়িয়ে সেই তরুণীকে হত্যা, ধারণা পুলিশের
Published: 23rd, January 2025 GMT
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জঙ্গলে পোড়ানো তরুণীর অর্ধগলিত লাশের উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে এ মামলা করে। পুলিশের ধারণা, ধর্ষণের পর আগুনে পুড়িয়ে সেই তরুণীকে হত্যা করা হয়েছে।
তবে এখনো পর্যন্ত ওই নারীর পরিচয় ও হত্যারহস্য উন্মোচন করা যায়নি বলে সমকালকে জানান মামলার বাদী এসআই উনুমং মারমা এবং তদন্ত কর্মকর্তা সেকেন্ড অফিসার নাজমুল। এ ঘটনার রহস্য খুব শীঘ্রই বের করা হবে বলে জানান তারা।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক সমকালকে বলেন, এখনো তরুণীর পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর আগুনে পুড়িয়ে অজ্ঞাত তরুণীকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, জঙ্গলে পোড়ানো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ণ র পর
এছাড়াও পড়ুন:
মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে
ছবি: আয়োজকদের সৌজন্যে