বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য এ বছর ২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ। আগামী ১৪ ফেব্রুয়ারি নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে তাকে এ সম্মাননা দেওয়া হবে।

বুধবার নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।  

সংবাদ সম্মেলনে সাহিত্য সমাজের সভাপতি ম.

কিবরিয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, কবি এনামূল হক পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।  

কিবরিয়া চৌধুরী বলেন, হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে অনেক বই লিখেছেন। তার মৌলিক সম্পাদিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। এরমধ্যে কাব্যগ্রন্থ ৬০টি। বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনা সাহিত্য সমাজ এ বছর তাকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করেছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ ত য প রস ক র

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ