Samakal:
2025-08-01@02:07:25 GMT
১৩ মাসের শিশুর পাকস্থলী থেকে বের করা হলো চাবির রিং
Published: 26th, January 2025 GMT
ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলী থেকে রিংসহ চাবি বের করা হয়েছে। অসাবধানতাবশত রিংসহ দুটি চাবি শিশুটি গিলে ফেলেছিল। এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে পাকস্থলী থেকে সেই চাবির রিং অপসারণ করেন হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস ও তাঁর টিমের সদস্যরা।
শনিবার রাতে ডা.
জানা গেছে, শিশুটির কান্না থামাতে তার হাতে রিংসহ চাবি তুলে দিয়েছিল পরিবারের সদস্যরা। এ সময় অসাবধানতাবশত রিংসহ চাবিটি গিলে ফেলে ওই শিশু। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে