নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
Published: 26th, January 2025 GMT
নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় আবহাওয়া অফিসে এই তাপমাত্রা রেকর্ড করা হয় । আবহাওয়া অফিসের তথ্যমতে, যা শৈত্যপ্রবাহ। আর এটাই চলতি মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে রবিবার সকালে কুয়াশা ও মেঘমুক্ত আকাশে উঠেছে সূর্য। তবে বিকেল হতেই তাপমাত্রা নিম্নগামী হওয়া শুরু করে। রাতের বেলায় বেশি শীত অনুভূত হয়।
মুক্তি মোড় এলাকার মামুন হোসেন বলেন, “আজকে সকাল থেকেই কুয়াশা কম। তবে বাতাস হচ্ছে। এই কারণে শীত লাগছে। বিকেলের পর থেকে শীত পড়বে বেশি।”
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সঙ্গে সূর্যের দেখাও মিলেছে।
ঢাকা/সাজু/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে
ছবি: আয়োজকদের সৌজন্যে