আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল
Published: 27th, January 2025 GMT
আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে যে কোন স্তরের ফুটবলে যা ছিল সেলেসাওদের সবচেয়ে বড় ব্যবধানে হার। দুঃস্বপ্নের সেই রাত পেছনে ফেলে জয়ের মুখ দেখেছে তারা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) রাতে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আগের ম্যাচে বড় হারার জ্বালা ভুলেছে ব্রাজিল।
এই ম্যাচে ব্রাজিল জিতলেও প্রাধান্য বিস্তার করেছে বলিভিয়া। খেলায় ৫৭ শতাংশ বলের দখল রেখেছিল তারা। এমনকি ব্রাজিলের সফল ১৯৪টি পাসের বিপরীতে বলিভিয়া সফল পাস করেছে ২৭৭টি। তবে সোনার হরিণ গোলটা সেলেসাওফেরই বেশি।
গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল। পিএসজির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচের ১৪ মিনিটে লিড এনে দেন। ব্রাজিলের হয়ে পরের গোলটাও করেন একজন মিডফিল্ডার। করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি।
আরো পড়ুন:
লজ্জার ইতিহাস গড়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়!
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ব্রাজিলিয়ানদের কাঁধে চড়ে নক আউটে রিয়াল মাদ্রিদ
আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে