ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ইশতিয়াক আহমেদ মাহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি–ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার নিথর দেহ পাওয়া যায়। 

মৃতের ভগ্নিপতি মির্জা হাবিবুর রহমান বলেন, ইশতিয়াক টাঙ্গাইল সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরীর ছেলে। দুই ভাই–বোনের মধ্যে তিনি ছোট ছিলেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েক শিক্ষার্থীর সঙ্গে একটি মেসে থাকতেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তার। ভর্তি হতে না পারায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি দেশের বাইরে পড়তে যেতে চেয়েছিলেন। সেক্ষেত্রেও পরিবার রাজি হয়নি। 

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, মেসে মৃতের কক্ষে আরও দুই শিক্ষার্থী থাকেন। ঘটনার সময় তারা বাইরে ছিলেন না। অনেকক্ষণ ধরেই তারা ফোনে কল করে ইশতিয়াককে পাচ্ছিলেন না। পরে মেসে ফিরে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। কীভাবে তার মৃত্যু হয় তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটে লেখা ছিল– আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ