Risingbd:
2025-08-02@06:31:44 GMT

পাঁচ মিনিটে মেকআপ করার উপায়

Published: 28th, January 2025 GMT

পাঁচ মিনিটে মেকআপ করার উপায়

শীতকালে আমন্ত্রণ-নিমন্ত্রণ লেগেই থাকে। আর আমন্ত্রণে যেতে হলে হালকা মেকআপ না করলে চলে! এই ঋতুতে সাজ সহজে নষ্ট হয় না। এই সময় মেকআপ ঠিক রাখা অন্য যেকোন সময়ের চেয়ে সহজ। অল্প মেকআপেই নিজেকে সাজিয়ে তুলতে পারেন। সামান্য কয়েকটি ‍উপকরণ দিয়ে মেকআপ শেষ করতে পারেন। 

ক্লিনজিং: মেকআপ করার প্রথম শর্ত হলো মুখ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। ত্বকে ময়লা জমে থাকলে মেকআপ ভালো করে বসে না। সুতরাং মাইল্ড কোনো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে 

ময়েশ্চারাইজিং: দ্বিতীয় ধাপে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এ পর্যায়ে বিবি ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে ত্বকে একটা মসৃণভাব জেগে উঠবে।

আরো পড়ুন:

ডাবল চিনের সমস্যা দূর করার উপায়

কফি সমৃদ্ধ প্রসাধনী যাদের জন্য ভালো নয়

হালকা ব্লাশ: মেকআপে চার্মিং লুক আনার জন্য দুই ব্লাশ ব্যবহার করতে পারেন।সেক্ষেত্রে ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কোনোভাবেই বেশি ব্লাশ ব্যবহার করা যাবে না। 

মানানসই লিপস্টিক: মেকআপের পরিপূর্ণ লুকের জন্য লিপস্টিক ব্যবহার করতে পারেন। শীত ঋতুতে যেকোন গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করে রাজকীয় লুক সহজে আনতে পারেন। এ ছাড়া ন্যুড কিংবা হালকা গোলাপি আভার লিপস্টিক ব্যবহার করে পেতে পারেন করপোরেট লুক। অফিস কিংবা দৈনন্দিন সাজের ক্ষেত্রে ন্যুড বা হালকা গোলাপি শেডের লিপস্টিক ভালো।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম কআপ

এছাড়াও পড়ুন:

সায়েমের অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ে শুরু

জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।

অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব‌্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে পাকিস্তান।

টস হেরে ব‌্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব‌্যাটসম‌্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব‌্যাটে।  এ সময়ে তিনি তুলে নেন ক‌্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।

এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।

লক্ষ‌্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ‌্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ‌্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২),  গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব‌্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।

পাকিস্তানের বোলারদের মধ‌্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ